স্মৃতির সেঞ্চুরিতে ভারতের সিরিজ

এদিন প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ৪৪.২ ওভারে ৪ উইকেটে ২৩৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

Must read

আমেদাবাদ, ২৯ অক্টোবর : মোক্ষম সময়ে ঝলসে উঠল স্মৃতি মান্ধানার ব্যাট। সেই টি-২০ বিশ্বকাপ থেকেই স্মৃতির ব্যাটে রান-খরা চলছিল। কিন্তু মঙ্গলবার ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে ৬ উইকেটে দুর্দান্ত জয় উপহার দিলেন স্মৃতি। একই সঙ্গে একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। এদিন প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ৪৪.২ ওভারে ৪ উইকেটে ২৩৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

আরও পড়ুন-বিজেপির নোংরা চক্রান্ত তোপ দাগলেন কল্যাণ, একাধিক শহরে হবে ওয়াকফ ইস্যুতে জেপিসি বৈঠক

রান তাড়া করতে নেমে শেফালি ভর্মা (১২) ও যস্তিকা ভাটিয়ার (৩৫) উইকেট হারালেও, স্মৃতি ও হরমনপ্রীত কৌরের দুরন্ত ব্যাটিংয়ে বাজিমাত করে ভারত। স্মৃতি ১২২ বলে ১০০ করে আউট হলেও, হরমনপ্রীত ৬৮ বলে ৭০ করে অপরাজিত থেকে যান। সদ্য টি-২০ ফরম্যাটে বিশ্বজয়ী কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয় হরমনপ্রীতদের বিশ্বকাপ ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে।
এর আগে চাপের মুখে ব্রুক হ্যালিডের দুর্দান্ত হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ডকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিল। এদিন স্কোরবোর্ডে ৩৬ রান তুলতে না তুলতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল তারা। সুজি বেট মাত্র ৪ করে রান আউটের শিকার হন। ব্যর্থ লরেন ডাউন (১) এবং সোফি ডিভাইনও (৯)।

আরও পড়ুন-দিল্লিতে হদিশ আন্তর্জাতিক ড্রাগ চক্রের

চাপ আরও বাড়ে জর্জিয়া প্লিমার ৩৯ করে আউট হলে। ম্যাডি গ্রিনও ১৫ করে রান আউটের শিকার হন। ফলে ৮৮ রানেই ৫ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে ৯৬ বলে ৮৬ রান করে দেন হ্যালিডে। তিনি ৯টি চার ও ৩টি ছয় মারেন। তাঁকে দারুণ সঙ্গ দেন ইসাবেলা গাজে (২৫) এবং লিয়া তাহুহু (অপরাজিত ২৪)। ভারতের দীপ্তি শর্মা ৩টি ও প্রিয়া মিশ্র ২টি উইকেট নেন।

Latest article