মুম্বই, ১১ অগাস্ট : সোমবার উন্মোচিত হল মেয়েদের একদিনের বিশ্বকাপ (Women’s Cricket World Cup) ট্রফি। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টুর্নামেন্ট। আর দেশের মাটিতে কাপ জিততে মরিয়া হরমনপ্রীত কৌররা।
ভারতীয় মেয়েরা এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ (Women’s Cricket World Cup) জিততে পারেননি। ২০০৫ এবং ২০১৭ সালে ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। হরমনপ্রীত বলছেন, এবার দেশের মাটিতে বিশ্বকাপ হবে। পুরো দেশ আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। আমরাও আইসিসি ট্রফি খরা কাটানোর জন্য নিজেদের সেরাটাই দেব।
এদিনের অনুষ্ঠানে হরমনপ্রীত ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা যুবরাজ সিং, মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। বক্তব্য পেশ করতে গিয়ে হরমনপ্রীত আরও বলেছেন, বিশ্বকাপ সব সময়ই স্পেশাল। আমরাও এই স্পেশাল ট্রফিটা মুঠোয় নিতে চাই। দেশকে গর্বিত করতে চাই। যুবি ভাইয়াকে (যুবরাজ) যখন দেখি, তখন কাপ জেতার প্রেরণা আরও তীব্র হয়।
মোট আটটি দেশ অংশগ্রহণ করছে এবারের বিশ্বকাপে। রাউন্ড রবিন লিগে প্রত্যেকটি দেশ একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্টের বিচারে শীর্ষ চারটি দল, সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ভারত অভিযান শুরু করবে উদ্বোধনী দিনে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। হরমনপ্রীত বলছেন, এই সিরিজ আমাদের প্রস্তুতি এবং এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি, তার স্পষ্ট ধারণা দেবে। আমরা আত্মবিশ্বাসী।
আরও পড়ুন-লোকসভায় পাশ হল জাতীয় ক্রীড়া বিল