প্রায় তিন মাস ধরে মণিপুর (Manipur) জ্বলছে। প্রতিদিনই অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ। পুড়ে নষ্ট হচ্ছে ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘরছাড়া। তবুও চুপ কেন্দ্র। মণিপুর নিয়ে মাথা ব্যাথা নেই মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের। আজ এনডিএ-র বৈঠকে বসতে ব্যস্ত। কী কারণে? সামনে লোকসভা নির্বাচন। এদিকে দুই সম্প্রদায়ের সংঘর্ষে কত মানুষ প্রাণ হারচ্ছেন তা নিয়ে চিন্তা নেই বিজেপি সরকারের। এই পরিস্থিতিতে অলিম্পিয়ান চ্যাম্পিয়ন মীরাবাই চানু (Mirabai Chanu- Manipur) মণিপুরে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (HM Amit Shah) কাছে।
আরও পড়ুন- বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য, হিমাচলে মৃত্যু শতাধিক মানুষের
বর্তমানে মীরাবাই চানু (Mirabai Chanu- Manipur) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে রয়েছেন। কিন্তু সেখানে থাকলেও নিজের রাজ্য মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে চানু জানিয়েছেন, মণিপুরের অশান্তি তিন মাস পূর্ণ হতে চলেছে। কিন্তু এখনও সেখানে শান্তি ফেরেনি। এই পরিস্থিতির জেরে অনেক খেলোয়াড় প্রশিক্ষণ নিতে পারেননি, শিশুদের পড়াশোনা ক্ষতির মুখে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেক ঘরবাড়ি পুড়ে নষ্ট হয়েছে।” এরপরই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে চানু বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটান এবং মণিপুরের মানুষকে বাঁচাতে এবং শান্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ করুন।“ তিনি আরও জানান,”আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের প্রশিক্ষণের জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও আমার বাড়ি মণিপুরে। আমার রাজ্যের পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত।”
প্রসঙ্গত, গত ৩ মে থেকে কুকি ও মেইটেই সম্প্রদায়ের সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সংঘর্ষে এখনও পর্যন্ত ১৫৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবুও শান্তি ফিরেছে এই রাজ্যে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…