দুবাই, ৮ সেপ্টেম্বর : কাল, বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ স্থানীয় দল আরব আমিরশাহি। এ গ্রুপের আর দুটি দল হল পাকিস্তান ও ওমান। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
দলগত শক্তির বিচারে এই ম্যাচে ভারত অনেক এগিয়ে। আমিরশাহির কোচ হলেন প্রাক্তন ভারতীয় ওপেনার লালচাঁদ রাজপুত। তিনি বলেছেন, ভারত বড় দল। পরিষ্কার ফেবারিট। কিন্তু যারা ভাল খেলবে তারাই জিতবে। রাজপুতের দাবি, তাঁর দল রীতিমতো ব্যালান্সড। টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলার জন্য সবাই মুখিয়ে আছে।
আরও পড়ুন-পুজোর প্রস্তুতি নিয়ে বুধে বৈঠকে নগরপালের
ভারতীয় দল কেমন হবে সেটা নিয়ে গম্ভীররা এখনও কোনও ইঙ্গিত দেননি। তবে রবিবার বিশ্রামের পর সোমবার আবার মাঠে নেমেছেন সূর্যরা। যা শোনা যাচ্ছে তাতে প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হর্ষিত রানা ও শিবম দুবেকে বসতে হবে। অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন শুভমন গিল। তিনে তিলক ভার্মা ও চারে অধিনায়ক সুর্য হয়তো আসবেন। পেস আক্রমণে বুমরার পাশে থাকবেন অর্শদীপ সিং। থার্ড সিমার হিসাবে থাকছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
কুলদীপ যাদব প্রথম এগারোয় থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু যা শোনা যাচ্ছে তাতে তিনি প্রথম এগারোয় থাকবেন। যার অর্থ হল ভারত দুই রিস্ট স্পিনার নিয়ে মাঠে নামবে। অন্য জন হলেন বরুণ চক্রবর্তী। তৃতীয় স্পিনার হিসাবে খেলবেন অক্ষর প্যাটেল। দুবাইয়ের উইকেট বরাবর স্লো টার্নার হয়। এখানে স্লো বোলাররা সুবিধা পান। উইকেট ও পরিবেশের জন্য স্পিনকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। তাছাড়া কুলদীপ ২০২৪ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। আইপিএলে ভাল খেলেছেন। আর বরুণ ও অক্ষর সাদা বলে ধারাবাহিকভাবে ভাল করেছেন।
আরও পড়ুন-বর্বরতার চূড়ান্ত নিদর্শন যোগীরাজ্যে! ওষুধ আনতে গিয়ে জীবন্ত দগ্ধ মহিলা
আমিরশাহি দল সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলায় ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রয়েছে। কোচ রাজপুত বলেছেন, আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব। আর এই ফর্ম্যাটে একজন বোলার বা ব্যাটার একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আমার মনে হয় যারা ভাল খেলবে তারাই জিতবে। তিনি আরও যোগ করেন, আমাদের ব্যাটিং শক্তিশালী। স্পিন আক্রমণও তাই। প্লেয়াররাও এখানে খেলে অভিজ্ঞ হয়ে উঠেছে। এখন এটা দেখতে হবে যে বড় দলের সামনে ওরা কেমন করে। ছেলেরা সবাই ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে। একটু নাভার্সনেস হয়তো শুরুতে থাকবে। তবে ওরা সেটা কাটিয়ে উঠবে। এদিকে, মঙ্গলবার শুরু হচ্ছে ৮ দলের এশিয়া কাপ। প্রথমদিন আফগানিস্তান খেলবে হংকংয়ের সঙ্গে।