তিরন্দাজি বিশ্বকাপে ভারতের বিশ্বরেকর্ড

Must read

প্রতিবেদন : তিরন্দাজি (Archery) বিশ্বকাপে দেশের মুখ উজ্জ্বল করলেন দুই ভারতীয় ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম। মিক্সড টিম ইভেন্টে ৭০ বার বুলস আই মেরে মোট ১৪৩১ পয়েন্ট স্কোর করেছেন ঋষভ ও জ্যোতি। যা বিশ্বরেকর্ড! ২০২৩ সালে ইউরোপিয়ান গেমসে মোট ১৪২৯ পয়েন্ট পেয়েছিলেন ডেনমার্কের তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটন। এতদিন এটাই ছিল মিক্সড টিম ইভেন্টে সবথেকে বেশি স্কোরের বিশ্বরেকর্ড। ৭১৬ পয়েন্ট স্কোর করেন ঋষভ। ৭১৫ স্কোর করেছেন জ্যোতি। দুজনেই ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন। বুলস আই মারেন ৩৫ বার।

আরও পড়ুন- পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্বে চন্দ্রিমা

Latest article