ফের পেট্রোপণ্যের দামবৃদ্ধির ইঙ্গিত, ‘হোলি বাম্পার’ উপহার কটাক্ষ তৃণমূলের

Must read

নয়াদিল্লি : পাঁচ রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামবৃদ্ধি করে এবার দেশবাসীকে ‘হোলি বাম্পার’ উপহার দিতে চলেছে মোদি সরকার। সোমবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ সুখেন্দুশেখর রায়। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সোমবার। প্রথম দিনে সংসদের পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ধুন্ধুমার বেধে যায়৷ রাশিয়া থেকে কেন্দ্র সরকার অপরিশোধিত তেল কিনতে আলোচনা করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়৷ বিতর্ক চলাকালীন রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ইঙ্গিত দেন, খুব শীঘ্রই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হবে। এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা।

আরও পড়ুন – পুরুলিয়ায় মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেসের

রাজ্যসভায় বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা জানতে চেয়েছিলেন, নভেম্বর থেকে এখনও পর্যন্ত পাঁচটি রাজ্যের নির্বাচনের কারণে পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়নি। নির্বাচন মিটে যাওয়ার পরও কি ভারতবাসী এই সুবিধা পাবেন? এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী শ্রীলংকা, স্পেন-সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের নাম করে বলেন, এই সমস্ত দেশগুলোর তুলনায় ভারতে পেট্রোল-ডিজেলের দাম অনেক কম। কেরল, মহারাষ্ট্রসহ বিরোধীশাসিত কয়েকটি রাজ্যের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সমস্ত রাজ্যে পেট্রোল, ডিজেলের উপর ভ্যাট এখনও না কমানোয় রাজ্যবাসীকে অতিরিক্ত মূল্য চোকাতে হচ্ছে। কিন্তু বিরোধী সাংসদদের অভিযোগ, পাঁচ রাজ্যের ভোট মিটে যাওয়ার পরই মোদি সরকার তার আসল চেহারা প্রকাশ করছে। খুব শীঘ্রই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের যে দাম বৃদ্ধি হবে তারই আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী।

পরে এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় কটাক্ষের সুরে বলেন, খুব শীঘ্রই দেশবাসী ‘হোলি বাম্পার’ উপহার পেতে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত মূল্য দিয়ে। আগেই ইপিএফে সুদের হার কমিয়ে জনবিরোধী পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে।

Latest article