ইঞ্জিনে পাখির ধাক্কা, অবতরণ

Must read

প্রতিবেদন : ফের মাঝ আকাশে বিপত্তি। ত্রিপুরার আগরতলা থেকে কলকাতাগামী বিমান (IndiGo flight) উড়ানের কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ আগরতলা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় ইন্ডিগো (IndiGo flight) এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। কিছুক্ষণ পরেই বিমানের বামদিকের ইঞ্জিনে একটি পাখি ধাক্কা দেয়। নিরাপত্তার কথা ভেবে বিন্দুমাত্র দেরি না করে পাইলটরা বিমানটিকে ফের আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে এয়ারলাইন্স সূত্রে নিশ্চিত করা হয়েছে। বিমানটিকে রক্ষণাবেক্ষণ পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন-দুর্গাপুরে বহিরাগত নয়! কড়া নির্দেশ হাইকোর্টের

Latest article