ইন্ডিগো বিভ্রাট, ভুক্তভোগী যাত্রীদের ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

১০ ডিসেম্বর থেকে গোটা দেশে স্বাভাবিক হতে পারে ইন্ডিগো-র বিমান পরিষেবা। এমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সংস্থার তরফে।

Must read

নয়াদিল্লি : দিল্লি হাইকোর্ট বুধবার সংকটে থাকা ইন্ডিগো এয়ারলাইনসকে নির্দেশ দিয়েছে, তাদের কয়েকশো ফ্লাইট বাতিল হওয়ার কারণে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আদালত আকাশছোঁয়া বিমান ভাড়া নিয়ন্ত্রণ করতে না পারায় কেন্দ্রের তীব্র সমালোচনা করেছে প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করে বলেন যে, এই পরিস্থিতি কেবল যাত্রীদের অসুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়, এর বৃহত্তর অর্থনৈতিক প্রভাবও রয়েছে।

আরও পড়ুন-রেশমের নামে পলিয়েস্টার, তিরুমালা মন্দিরে দুর্নীতি?

১০ ডিসেম্বর থেকে গোটা দেশে স্বাভাবিক হতে পারে ইন্ডিগো-র বিমান পরিষেবা। এমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সংস্থার তরফে। কিন্তু ১০ ডিসেম্বর বুধবার সবকিছু সেই তিমিরেই। বিমান পরিষেবা সংখ্যায় কিছুটা বাড়লেও দুর্ভোগ খুব একটা কমেনি যাত্রীদের। এই পরিস্থিতিতে সারা দেশে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। অবশেষে বুধবার আবার জেগে উঠল ডিজিসিএ। ডেকে পাঠানো হল ইন্ডিগো-র সিইও-কে। সেই সঙ্গে সশরীরে জবাবদিহি করতে হবে সব বিভাগের আধিকারিকদের।
ডিজিসিএ-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছয়টি বিষয়ে উত্তর তৈরি করে ডিজিসিএ দফতরে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সাক্ষাৎ করতে হবে ইন্ডিগো-র সিইও-কে।

Latest article