প্রতিবেদন : শীতকাল মানেই উৎসবের আমেজ। শহর জুড়ে আলোর রোশনাই। এরমধ্যেই শহরে শুরু হচ্ছে একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব (Children film festival)। আজ অর্থাৎ ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিশুমনের ভাল লাগার কথা মাথায় রেখে তাদের জন্য এই উৎসব শুরু করেন। করোনার দুবছর বাদ দিলে এই নিয়ে এগারো বছর ধরে এই শিশু সিনে উৎসব চলছে।
আরও পড়ুন-বারাকপুরে শপিংমল ও রেস্তোরাঁয় আগুন
বিরোধীরা মনে করেন এইসব উৎসব নাকি ভোটের জন্য। কিন্তু আসল কথা বাঙালি উৎসব পছন্দ করেন। যদি ইভিএমই মূল লক্ষ্য হত তাহলে শিশু-কিশোর উৎসব আয়োজিত হত না, কারণ এই উৎসব যাঁদের জন্য তাঁদের বয়স আঠারো বছরের নিচে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনও রং না দেখে সকলকে পরিষেবা দেয়। সেভাবেই উৎসব হয় সবার জন্য। এই চলচ্চিত্র উৎসব বিগত বছরের মতো এবারেও বিপুল সাড়া পাবে বলে আশাবাদী তিনি। শিশুসুলভ মনকে বাঁচিয়ে রাখতে এই উৎসবে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন তিনি।
আরও পড়ুন-কৈলাসের উদ্যোগে প্রতিবাদ সভা
এ-বছর শহরের আট প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছোটদের সিনেমা দেখা যাবে। এখনও পর্যন্ত প্রায় ১২০০ শিশুর রেজিস্ট্রেশন হয়ে গেছে। নন্দন, রবীন্দ্র সদন, শিশিরমঞ্চ, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্রতীর্থ ও একতারা মুক্তমঞ্চে চলবে এই উৎসব। সিনেমা দেখার পাশাপাশি ক্যুইজ কম্পিটিশন, প্রদর্শনীও আয়োজিত হচ্ছে।