প্রতিবেদন : ফের মানবিক মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রবীণ সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকীর (Suprakash Chaki) অসুস্থতা ও আর্থিক সমস্যার খবর পেতেই তাঁর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। সশরীরে উপস্থিত হতে না পারলেও তাঁর নির্দেশে শুক্রবার সকালেই শিল্পীর বাড়িতে পৌঁছে যান মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। তিনি গিয়ে সুপ্রকাশ চাকীর (Suprakash Chaki) শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশমতো চিকিৎসায় সরকারি সাহায্যেরও প্রতিশ্রুতি দেন ইন্দ্রনীল সেন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র ও স্থানীয় চেয়ারম্যান পল্লবকুমার দাস। তাঁরা শিল্পী ও পরিবারের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তাও পৌঁছে দেন। সরকারি সাহায্যের সঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেন ব্যক্তিগত ভাবে ১ লক্ষ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকির হাতে। বলেন, শিল্পীর জন্য তিনি অর্থ সংগ্রহে নামবেন। তাঁর জন্য সঙ্গীতানুষ্ঠান করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রকাশ চাকীর পাশে দাঁড়ানোয় তাঁকে ধন্যবাদও জানান ইন্দ্রনীল সেন। তাঁর হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে শিল্পীর আশীর্বাদ নেন ইন্দ্রনীল সেন। অসুস্থ সুপ্রকাশবাবু মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতায় অভিভূত। এমন ভরসা পেয়ে তিনি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদও জানান।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…