প্রতিবেদন: রাজ্যে শিল্পের জোয়ার। হতে চলেছে বহু কর্মসংস্থান। বেসরকারি জুতো প্রস্তুতকারী সংস্থায় ২০ কোটি টাকা ব্যয়ে এল নয়া মেশিন। শুক্রবার তারই উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী জানিয়েছেন, বিদেশি এই জুতো প্রস্তুতকারী সংস্থা ভারতে প্রায় ৯৪ বছর ব্যবসা করছে। ১৯৩১ সালে সংস্থার কারখানা ছিল কোন্নগরে। তারপর অন্যত্র। কিন্তু সিপিএমের রাজত্বে এই সংস্থাগুলি মলিন হয়ে গিয়েছিল। ৩৪ বছরে সিপিএম বাংলাকে শিল্পের শ্মশানে পরিণত করেছিল।
আরও পড়ুন-খাদ্যশস্যের দর নিয়ন্ত্রণে কেন্দ্রকে আর্জি জানাল রেশন ডিলার সংগঠন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরনো সংস্থাগুলির হাল ফিরছে। হচ্ছে কর্মসংস্থান। এই জুতো প্রস্তুতকারী সংস্থায় নয়া মেশিনে একসঙ্গে প্রায় ৩০ রকমের জুতো তৈরি হবে। এরজন্য প্রয়োজন লোকবলেরও। এই বিষয়টি মাথায় রেখে প্রায় ১০০ জন যুবককে নেওয়া হবে। মন্ত্রী মলয় ঘটক বলেন, শিল্প সম্মেলন বা শিল্প নিয়ে অনেক কটু কথা বলছে বিরোধীরা। পুরনো কারখানাগুলি যে উজ্জীবিত হচ্ছে এটাই সবথেকে বড় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ ফিরিয়ে নিয়ে এসেছেন। নতুন কারখানার সঙ্গে সঙ্গে পুরনোগুলিতেও হচ্ছে বিনিয়োগ।