লন্ডনে শুরু হয়েছে শিল্প-সম্মেলন লগ্নি-কর্মসংস্থান বাড়াতে সেতুবন্ধন

পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী আজ, মঙ্গলবার লন্ডনের (London) সেন্ট জেমস কোর্টে শুরু হয়েছে শিল্প-সম্মেলন (ভারতীয় সময় সন্ধ্যা ৭টা)।

Must read

কুণাল ঘোষ, লন্ডন (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী আজ, মঙ্গলবার লন্ডনের (London) সেন্ট জেমস কোর্টে শুরু হয়েছে শিল্প-সম্মেলন (ভারতীয় সময় সন্ধ্যা ৭টা)। যার নাম দেওয়া হয়েছে অপরচুনিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনে শিল্প-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বাংলা থেকে আসা শিল্প-প্রতিনিধি দলের সদস্যরা। গত মাসে সফলতম ও বৃহত্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করার পর বাংলায় বিনিয়োগের রাস্তা আরও প্রশস্ত করতে বিলেতে শিল্প-বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-মোদি-যোগীরাজ্যকে টেক্কা, স্বচ্ছ রেশন-ব্যবস্থাপনায় এগিয়ে বাংলা

এই শিল্প-সম্মেলনে তাঁর পাখির চোখ— ১. লন্ডন-কলকাতা সরাসরি উড়ানের চেষ্টা, ২. লন্ডনে বিশ্ববাংলা কাউন্টার খোলা, ৩. বাংলার বিভিন্ন উৎপাদন, হস্তশিল্প থেকে আম, লিচু, মিষ্টি, পোশাক ছাড়াও চর্মশিল্প-সহ বাংলায় উৎপাদিত নানা পণ্যের ব্রিটেনে বাজার বাড়ানো। ৪. আইটি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বাংলায় বৃহত্তর শিল্পের লগ্নি বাড়ানো, চিরাচরিত শিল্পের পাশাপাশি বাংলার সংস্কৃতি, খেলা, পর্যটন— এইসব বিষয়েও গুরুত্ব দেওয়া। বেশ কিছু মউ স্বাক্ষরিত হবে আজ। জানা যাচ্ছে, লন্ডনের একাধিক সংস্থার প্রতিনিধি দল বাংলায় যাবে সরেজমিনে বিনিয়োগ সম্ভবনা খতিয়ে দেখতে। ৫. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা-লন্ডনের পুরনো ঐতিহাসিক যোগাযোগকে আজকের সময়োপযোগীভাবে বাংলায় লগ্নি এবং পর্যটক টানতে ব্যবহার করতে চান। ৬. জানা গিয়েছে, ভারতীয় হাইকমিশন চলতি বছরের নভেম্বরে লন্ডনে তাদের কর্মসূচিতে বাংলা নিয়ে আলাদা প্রদর্শনী করতে পারে, এ-বিষয়ে আলোচনাও শুরু হয়েছে।
আজকের শিল্প-সম্মেলনে বলবেন, লন্ডনে ভারতের হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামী, রিচার্ড হেল্ড (ওবিই, চেয়ারম্যান, ইউকেআইবিসি), হর্ষবর্ধন আগরওয়াল (ফিকি প্রেসিডেন্ট)। এছাড়াও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলার প্রথম সারির শিল্প সংস্থার যেসব শিল্প -তিনিধি ও বণিকসভার প্রতিনিধিরা এসেছেন, তাঁরা বাংলায় বিনিয়োগের পরিবেশ সম্পর্কে বলবেন। লন্ডনে এসে পৌঁছেছেন স্বরাজ পলও। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের মাটিতে শিল্প-সম্মেলনে কী বলেন তা শুনতে মুখিয়ে রয়েছেন লন্ডনের শিল্পমহল, প্রবাসী ভারতীয় এবং অবশ্যই প্রবাসী বাঙালিরা। সেই সঙ্গে অপেক্ষায় রয়েছে বাংলা ও ভারতও।

Latest article