রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে শিল্প সমাধান শিবির, ঘোষণা নবান্নের

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে ইতিমধ্যেই চিঠি দিয়ে জেলাশাসকদের এই শিবিরের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।

Must read

নবান্নের (Nabanna) তরফে ডিসেম্বর মাসকে ‘ক্ষুদ্র-মাঝারি ও বস্ত্র শিল্প মাস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলার ক্ষুদ্র,কুটির ও হস্তশিল্পীদের নানারকম সমস্যা ও সরকারি প্রকল্প সর্ম্পকে সচেতন করতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি ব্লকে এবার থেকে ‘শিল্প সমাধান শিবির’ বসানো হবে। আগামী ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের তরফে প্রতিটি ব্লকে এবং পুর এলাকায় মোট ৫৫০ টি শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি শিবিরে হস্ত ও কারুশিল্পীদের কমপক্ষে ১০টি স্টল বাধ্যতামূলক। ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের প্রতিনিধি ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন কৃষি, পঞ্চায়েত,অনগ্রসর কল্যান, উচ্চশিক্ষা দফতর এবং ব্লক স্তরের ‘ব্যাঙ্করস কমিটি’-র প্রতিনিধিরা। শুধু তাই নয়, এই শিবিরের মাধ্যমে শিল্পদ্যোগীদের ঋন সংক্রান্ত বা সরকারি অনুমোদন নিয়ে যাবতীয় সমস্যার সমাধান দেওয়া হবে।

আরও পড়ুন-গাজায় ইসরাইলি বিমান হামলার ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে ইতিমধ্যেই চিঠি দিয়ে জেলাশাসকদের এই শিবিরের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তৈরী করে দেওয়া হয়েছে একটি রূপরেখা। রাজ্যের ক্ষুদ্র ,মাঝারি এবং বস্ত্র শিল্প দফতর শিল্পদ্যোগীদের পাশে পেতে চারটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। তাঁতি ও হস্তশিল্পীদের অবর্তমানে তাঁদের পরিবারকে বিশেষ আর্থিক সাহায্য, বেকার ছেলেদের ব্যবসায় অনুপ্রাণিত করতে পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড চালু হয়েছে। তাঁতি, খাদি, হ্যান্ডলুম ও কারুশিল্পীদের জন্য বিশেষ আর্থিক সাহায্যের প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের স্কিল ডেভলপমেন্ট কর্মসূচি শিল্পদ্যোগীদের সামনে তুলে ধরা হবে বলেই জানানো হয়েছে নবান্নের তরফে।

Latest article