আন্তর্জাতিক

প্রথম দফায় লগ্নি ২৫০ কোটি, ধীরে ধীরে আরও বড় বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া মিত্তালের

কুণাল ঘোষ, বার্সেলোনা (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): ঘরের ছেলে ঘরে ফিরছেন। বাইরের সফলদের ঘরে ফেরানো শুরু। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিলেন শিল্পপতি কমলকুমার মিত্তাল। শিল্পসফরের মাঝেই শিল্পপতি কমলকুমার মিত্তাল জানিয়ে দিলেন, বাংলায় এখনই তিনি ২৫০ কোটি টাকা লগ্নি করছেন। মূলত নিউ জলপাইগুড়ির কারখানা ও নতুন ইথানল প্ল্যান্টের জন্য। মুখ্যমন্ত্রীর শিল্পসফরের মাঝেই এই ঘোষণা নিঃসন্দেহে বাংলার লগ্নির ক্ষেত্রে ল্যান্ডমার্ক সিদ্ধান্ত হতে চলেছে।
শিল্প অভিযান মানে শুধু বিদেশি লগ্নি দেশে আনা নয়। শিল্পসফর মানে দেশ ছেড়ে যাওয়া লগ্নিকারীকেও দেশে ফিরিয়ে আনা। যে কাজটা সুচারুভাবে করলেন মুখ্যমন্ত্রী। নিশ্চিতভাবে ‘দেশনেত্রী’র এই উদ্যোগ বাংলার শিল্পক্ষেত্রের গতিপথকেই অন্যদিকে চালিত করবে।
কমলকুমার মিত্তাল। তাঁর সংস্থার নাম পিসিএম গ্রুপ। স্পেনের বহুজাতিক ব্যবসায়ী। শুধু বার্সেলোনা নয়, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর কারখানা। অথচ তাঁদের ব্যবসা শুরু হয়েছিল কমলকুমারের বাবার হাত ধরে নিউ জলপাইগুড়িতে। তাঁদের পৈতৃক বাড়ি হাসিমারায়। বাম আমলে সেভাবে শিল্পের শাখা-প্রশাখা মেলার সুযোগ না পাওয়াতে দেশ ছেড়েছিল মিত্তাল পরিবার। তারপর সময় পেরিয়েছে। ব্যবসা কলেবরে বৃদ্ধি পেয়েছে। এবার মাটির টানে মিত্তাল গ্রুপ ফিরতে চায় বাংলার উত্তরে।

আরও পড়ুন- বিশেষ অধিবেশন : অভিষেকের নেতৃত্বে রণকৌশল তৃণমূলের

মিত্তালদের রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা রয়েছে বার্সেলোনায়। বিশাল কারখানা। আধুনিকতম প্রযুক্তিতে তৈরি কারখানা। ছড়িয়ে রয়েছে বার্সেলোনা থেকে জার্মানি, হাঙ্গেরি থেকে নর্থ কোরিয়া। প্রত্যেক দেশেই রয়েছে একাধিক শিল্প। তবে, মিত্তালরা স্পেশালাইজড রেলের লাইন তৈরির যন্ত্রাংশে। জলপথ কিংবা পাহাড়-দুর্গম এলাকায় রেললাইন তৈরি করতে গেলেই ডাক পড়ে মিত্তালদেরই। এই আধুনিক প্রযুক্তিই এবার নিউ জলপাইগুড়ির কারখানায় নিয়ে আসতে চান। যে বাংলায় শুরু হয়েছিল তাঁর জীবন। সেই বাংলাকেই ফিরিয়ে দিতে চান।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে মিত্তাল সাহেবের দীর্ঘ কথা হয়েছে। বাংলার আবেগ তিনি ধরে রাখতে পারেননি। তাঁর মন্তব্য, উত্তরের জেলাগুলিকে সৎছেলের মতো মনে করত আগের সরকার। আপনি আসার পরে এই ধারণা বদলাতে শুরু করেছে। আমরা ফিরতে চাই। বাংলায় ব্যবসা করতে চাই। শুধু রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় আরও বেশি লগ্নি, স্পেন ও জার্মানির প্রযুক্তির ব্যবহারেই শেষ নয়, আমরা ইথানল তৈরির কারখানাও তৈরি করতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রসঙ্গে উত্তরের পর্যটনের বিষয়টিও উঠে আসে। এবার কমলকুমারের প্রস্তাব, পিসিএম গ্রুপ উত্তরের পর্যটনস্থলগুলিতে আন্তর্জাতিক ও আধুনিক হোটেল তৈরি করবে। এর ফলে শুধু দেশ নয়, বিদেশি পর্যটকদের আসাও বাড়বে। প্রচুর রেভিনিউ আসবে সরকারে ঘরে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে শিল্পসচিব বন্দনা যাদব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় মিত্তালের বার্সেলোনার কারখানা দেখে আসেন। তাঁরা অভিভূত। মিত্তালরা যাতে দ্রুত প্রতিনিধি দল নিয়ে বাংলায় আসেন, তার প্রাথমিক উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। স্পেন সফরের মাঝখানেই এই সাফল্য নিঃসন্দেহে মাইলস্টোন। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago