সংবাদদাতা, হুগলি : রাজ্যে শিল্পের সমাধানে শিবিরে এক মাসে প্রায় ৬ লক্ষ আবেদন হয়েছে। সেই আবেদন খতিয়ে দেখে ৩০ জানুয়ারির মধ্যে সমাধান করা হবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শুক্রবার ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের নিয়ে হুগলির চুঁচুড়া রবীন্দ্রভবনে সিনার্জি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বেচারাম মান্না, দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে, জেলাশাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধাড়া প্রমুখ।
আরও পড়ুন-মুখ ফেরাচ্ছেন মহিলারা, সিপিএম অস্তিত্ব সংকটে
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, বিভিন্ন দফতরের সমন্বয়ের মাধ্যমে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সিনার্জি। জেলার শিল্প পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি যে কোনও প্রয়োজনে শিল্পোদ্যোগীদের সহযোগিতা প্রদান করবে সরকার। প্রধান সচিব রাজেশ পাণ্ডে বলেন, একটা শিল্প গড়ে তুলতে, শিল্প দফতরের পাশাপাশি বিদ্যুৎ, দমকল, ভূমি-সহ একাধিক দফতরের সহযোগিতা লাগে। সেইসব দফতরের সমন্বয়ে গত এক বছরে অনেক নতুন সিস্টেম চালু করা হয়েছে। হুগলি জেলায় অনেক ই কমার্সের লজিস্টিক হাব তৈরি হয়েছে। প্রশ্নোত্তর পর্বে শিল্পোদ্যোগীদের অভাব-অভিযোগের কথা শোনেন মন্ত্রী। কেউ পোশাক তৈরি করেন, কেউ ক্লাস্টারে কাজ পাচ্ছেন না। সিঙ্গুরে জুয়েলারি হাব তৈরির আবেদন জানান অনেক শিল্পোদ্যোগী। প্রধান সচিব জানান, সব বিষয়ই গুরুত্ব সহকারে দেখা হবে। জেলাশাসকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা সমাধান করবেন।