প্রতিবেদন : ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের লক্ষ্যে ফের ‘শিল্পের সমাধান’ কর্মসূচি শুরু করছে রাজ্য সরকার। আগামী ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। প্রতিটি পুরসভা ও ব্লকে আয়োজন করা হবে ‘শিল্পের সমাধান’ শিবির। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা। ছোট ব্যবসায়ীরা তাঁদের নানা সমস্যা নিয়ে ওই শিবিরে সরাসরি হাজির হতে পারবেন।
আরও পড়ুন-বাংলার সংস্কৃতিকে তুলে ধরে বিজেপিকে মোক্ষম জবাব
ওই শিল্পের সমাধান শিবিরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি ব্যবসা শুরু করার জন্য পরিবেশ ও দমকলের ছাড়পত্র, বিদ্যুৎ সংযোগ কিংবা জমি সংক্রান্ত জটিলতা— সবকিছুর সমাধান মিলবে এক জায়গাতেই। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা যাতে সহজেই ব্যাঙ্ক থেকে ঋণ পেতে পারেন, তার দিকেও নজর থাকবে প্রশাসনের। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রশিল্পের নানা প্রকল্পে সুবিধা পাওয়ার আবেদন করা যাবে এই শিবির থেকেই। রাজ্যের সাতটি দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ দফতর, সংখ্যালঘু উন্নয়ন দফতর, কৃষি দফতর, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, কারিগরি শিক্ষা দফতর, আদিবাসী কল্যাণ দফতর এবং অনগ্রসর কল্যাণ দফতরের আধিকারিকরা এই শিবিরে উপস্থিত থাকবেন।