বাংলায় অনুপ্রবেশ? মিথ্যাচার এবার প্রমাণ করল নীতি আয়োগের সমীক্ষা

পশ্চিমবঙ্গে নাকি বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা। মোদি-অমিত শাহের এই ভুল ধারণাকে এবার দুরমুশ করে দিল নীতি আয়োগের এক রিপোর্ট।

Must read

প্রতিবেদন: পশ্চিমবঙ্গে নাকি বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা। মোদি-অমিত শাহের এই ভুল ধারণাকে এবার দুরমুশ করে দিল নীতি আয়োগের এক রিপোর্ট। এই ধারণা কতটা বিভ্রান্তিমূলক সে বিষয়টি স্পষ্ট জানানো হয়েছে নীতি আয়োগের ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’-এ। প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বিজেপির সব নেতাই দাবি করেন পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসে ততই এদের বিভ্রান্তিমূলক প্রচারের মাত্রা বেড়ে যায়। কিন্তু খোদ নীতি আয়োগের রিপোর্টেই দেখা গিয়েছে বিজেপির এই মনগড়া তথ্য একেবারে সর্বৈব মিথ্যে। রিপোর্ট বলছে, জাতীয় গড়ের তুলনায় বাংলায় জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কমেছে। ২০২৩ সালের জনগণনা অনুযায়ী বাংলায় এই জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ০.৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, বাংলায় যদি অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হত তাহলে রাজ্যের জনসংখ্যা কোনওভাবেই এত কম হত না। সেক্ষেত্রে তা জাতীয় গড়কে ছাড়িয়ে যেত। প্রসঙ্গত, জাতীয় জনসংখ্যা বৃদ্ধির গড় ০.৯ শতাংশ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে বসন্তকুঞ্জের বাঙালির পাশে তৃণমূল কংগ্রেস

এ-বিষয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অনুপ্রবেশ নিয়ে বিজেপি যে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করে চলেছে, নীতি আয়োগের তথ্যে ফের এই বিষয়টিই স্পষ্ট হল। মনে রাখতে হবে, তত্ত্ব মনগড়া হতে পারে, কিন্তু তথ্য মিথ্যা কথা বলে না। আর যেখানে নীতি আয়োগই এই তথ্য দিচ্ছে, সেখানে ওদের আর মানুষকে বোকা বানানোর পথ রইল না।

Latest article