বাংলার (West Bengal) তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য সুখবর। শীঘ্রই কলকাতায় (Kolkata) নতুন অফিস খুলতে চলেছে ইনফোসিস (Infosys)। ভূমিপুজো আগেই হয়ে গিয়েছিল। এবার শুধু নতুন অফিস খোলা সময়ের অপেক্ষা। বুধবার তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস ট্যুইটে জানিয়েছে, ‘‘কলকাতা, আমরা আসছি। আমাদের অফিসে শীঘ্রই আপনাদের স্বাগত জানাব। বাকিটা এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন।’’
প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে বলে জানা গিয়েছে। বছর দশেক আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) সংস্থাটি ৫০ একর জমি পেলেও কাজ শুরু হয়নি। গত ২-৩ বছর ধরেই কলকাতায় ইনফোসিস আসার খবর শোনা যাচ্ছিল। এই অফিস কবে থেকে খুলছে সেই বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেনি সংস্থা। তবে এবার ইনফোসিস নিজেই সেই খবর নিশ্চিত করেছে।
Kolkata here we come! Infosys now in your very own city. Looking forward to welcoming you to our office soon. Stay tuned for latest updates and job openings! #InfyKolkata #ForwardWithInfosys pic.twitter.com/BNaY1v3osH
— Infosys (@Infosys) March 29, 2023
উল্লেখ্য, রাজ্যে ইনফোসিস-এর (Infosys) বিনিয়োগ নিয়ে অনেক দিন ধরেই নানা টালবাহানা চলছিল। স্পেশ্যাল ইকোনমিক জোনের (সেজ) তকমা না পেলে ইনফোসিস এ রাজ্যে বিনিয়োগ করবে না বলে আগে ঘোষণা করে৷ তবে প্রথমে রাজ্য সরকার ইনফোসিসকে সেজের মর্যাদা দিতে রাজি ছিল না৷ এবার সেই সমস্যা মিটল।
আরও পড়ুন- কেন্দ্রের আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে দ্বিতীয় দিনে ধর্নায় মুখ্যমন্ত্রী