কোটি কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ এবার ইনফোসিসের (Infosys) বিরুদ্ধে। এই দায়ে তথ্যপ্রযুক্তি সংস্থাকে ধরানো হল নোটিশ। ইনফোসিসের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে ৩২ হাজার ৪০৩ কোটি টাকার জিএসটি মেটায়নি। এর জন্যই সংস্থাকে ‘প্রি-শোকজ’ নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন চলছে দেরিতে! ক্ষুব্ধ যাত্রীরা
কর্ণাটক রাজ্য জিএসটি সংস্থা ও জিএসটি ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেলের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে। তবে ইনফোসিসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিদেশের মাটিতে থাকা সংস্থার শাখাগুলি জিএসটির আওতায় পড়ে না। একইসঙ্গে জানানো হয়েছে, ইনফোসিস (Infosys) বকেয়া জিএসটি আগেই মিটিয়ে দিয়েছে।
যদিও সংস্থার তরফ থেকে লিখিতভাবে কিছু জানানো হয়নি। আগামিদিনে এই নিয়ে কী হয়। জিএসটি দফতর ইনফোসিস নিয়ে কোন পদক্ষেপ নেয় সেটাই দেখার।