এবার আর্থিক অনুদান পেতে জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল ন্যাশানাল হেল্থ মিশন। ষষ্ঠদশ অর্থ কমিশনের স্বাস্থ্যখাতে আর্থিক অনুদান পাওয়ার জন্য ন্যাশানাল হেল্থ মিশন জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে (Government Hospitals) কী কী প্রয়োজন তার তালিকা করতে বলা হয়েছে।
কী কী করতে হবে
* কেন্দ্রের নির্দেশ মেনে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, কনসালটেশন রুম, শৌচালয়, অপারেশন থিয়েটর, লিফট, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আগত প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য উপযুক্ত র্যাম্প ও অন্যান্য সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে হবে।
* জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের কমিউনিটি হেল্থ সেন্টারের পাশাপাশি সেন্ট্রাল রেফারেল ইউনিটের পরিকাঠামো তৈরির জন্য উপযুক্ত প্রস্তাব দিতে হবে।
* স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা চালু রাখতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়কদের জন্য কোয়াটার তৈরির বাজেট-সহ বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ধরনের কোয়াটার কতগুলি তৈরি করতে হবে তা জানাতে হবে।
* হাসপাতালে মেডিক্যাল অফিসার বা বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার উপযুক্ত ব্যবস্থা করার নির্দিষ্ট প্রস্তাব দিতে বা হয়েছে।
* মহকুমা থেকে জেলা হাসাপাতালে বেডের সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।
* জেলা ও মহকুমা হাসাপাতালে মা ও শিশুদের চিকিৎসার পরিকাঠামো বিশেষ করে সদ্যজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির কথা বলা হয়েছে।
রাজ্য সরকার ২৮টি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১১৮ কোটি টাকা খরচ করেছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সিসিটিভি, ওয়াশরুম, রেস্টরুম তৈরি সহ প্রায় ১০০ শতাংশ কাজ শেষও হয়ে গিয়েছে বলে দাবি।
আরও পড়ুন- দক্ষিণেশ্বর থানা আসবে হাওড়া কমিশনারেটের অধীনে! জানালেন মুখ্যমন্ত্রী
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…