সংবাদদাতা, লাউদোহা : অমানবিক ইসিএল কর্তৃপক্ষ। জমি নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েও রাখেনি। শেষমেশ চাকরির দাবিতে ঝাঁজরা এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে অনশনে বসলেন জমিদাতারা। নীলেশ সাধু, গোপীনাথ মান স্বর্ণকার, শুভদীপ মুখোপাধ্যায়রা জানান, ঝাঁজরা ইসিএল কর্তৃপক্ষ চাকরির বিনিময়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের চারটি মৌজা থেকে ৩০ হেক্টর জমি অধিগ্রহণ করে।
আরও পড়ুন-অসুস্থ ধর্মেন্দ্র, চিকিৎসা হবে মার্কিন মুলুকে
এর মধ্যে চক লাউদোহা মৌজা, জামগড়া, তিলাবনি ও লাউদোহা মৌজার জমি ঝাঁজরা এরিয়া কর্তৃপক্ষ গত ৪/৪/২০১৮ সালে সিবি অ্যাক্ট অনুযায়ী অধিগ্রহণ করে। জমিদাতাদের জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসিএল। কিন্তু দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও চাকরি মেলেনি। জমিদাতা নীলেশ জানান, জমির বিনিময়ে চাকরির দাবিতে বহুবার আন্দোলন হয়েছে। এমনকি ইসিএলের হেডকোয়ার্টারেও আন্দোলন করা হয়েছে। মিলেছে শুধুই প্রতিশ্রুতি। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় অনশনের পথে নামতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন-ইউএস ওপেন জকোভিচের
সোমবার সকাল ১০টা থেকে ঝাঁজরা এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের গেটের সামনে অনশনে বসেন জমিদাতারা। কেউ কেউ শুয়েও পড়েন। অভিযোগ, বিবেকহীনভাবে কিছু কর্মী তাঁদের মাড়িয়েই যাতায়াত করছেন।
সর্বশেষ পাওয়া খবর, অনশনের চাপে পড়ে এরিয়ার জেনারেল ম্যানেজার আশ্বাস দেন, দুদিনের মধ্যে সমস্যার সমাধান করবেন। আশ্বাস পেয়ে অনশন তুলে নেন অনশনকারীরা। তবে দুদিনে সমাধান না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে জানান জমিদাতারা।