অমানবিক! পিরিয়ড হওয়ার ফলে ক্লাসের বাইরে বসে বিজ্ঞান পরীক্ষা ছাত্রীর

তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরের (Coimbatore) সেঙ্গুত্তাই এলাকার এক বেসরকারি স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে।

Must read

প্রকৃতির স্বাভাবিক নিয়মকে অস্বীকার করে পিরিয়ড হওয়ার অপরাধে ক্লাসের বাইরে বসে বিজ্ঞানের পরীক্ষা দিতে বাধ্য করা হল অষ্টম শ্রেণির এক ছাত্রীকে। তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরের (Coimbatore) সেঙ্গুত্তাই এলাকার এক বেসরকারি স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন তুলে প্রশ্ন করে বিপাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, মুছলেন পোস্ট

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে এক ছাত্রী। খবর পেয়ে মেয়েটির মা ছুটে গেছেন তার কাছে এবং কী হয়েছে জিজ্ঞাসা করতে উত্তরে মেয়েটি মাকে বলছে, স্কুলের প্রিন্সিপাল তাকে বাইরে বসতে বলেছে। স্বাভাবিকভাবেই মা প্রশ্ন করেছেন পিরিয়ড চলাকালীন কী করে মেয়েটিকে বাইরে বসে পরীক্ষা দিতে বলা হয়েছে!

আরও পড়ুন-”অবস্থান নিন আপনারা” মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ প্রসঙ্গে কুণাল ঘোষের নিশানায় চাকরিপ্রার্থীরা

প্রসঙ্গত, এই বছর জানুয়ারিতে উত্তরপ্রদেশে একটি মেয়েদের স্কুলে একাদশ শ্রেণির এক ছাত্রীকে একঘণ্টার জন্য ক্লাসরুমের বাইরে থাকতে বলা হয়েছিল। কারণ একটাই, পরীক্ষা চলাকালীন সে একটি স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল। মেয়েটির বাবা এই মর্মে অভিযোগ জানান, তাঁর মেয়ে বুঝতে পারেনি স্কুলে পরীক্ষা চলাকালীন তার পিরিয়ড শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছিল, প্রিন্সিপ্যালের কাছে স্যানিটারি ন্যাপকিন চাওয়ায় তাকে ক্লাসের বাইরে প্রায় একঘণ্টার জন্য দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। বীতশ্রদ্ধ হয়ে ছাত্রীর বাবা নারীকল্যাণ দফতর, জেলা মহিলা কমিশন, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা স্কুল পরিদর্শকের কাছে এই নিয়ে অভিযোগ জানান। এই ঘটনায় এরপর অফিসিয়ালি তদন্ত শুরু হলেও পরিস্থিতি যে বিন্দুমাত্র পাল্টায়নি, তারই প্রমান তামিলনাড়ুর এই বেসরকারি স্কুলের ঘটনা।

Latest article