চাকুরীরত বাবা মায়ের একমাত্র ভরসা এখন ডে কেয়ার। কিন্তু সেখানেই নেই শিশুদের সুরক্ষা। নয়ডার (Noida) এক আবাসনের ডে-কেয়ার সেন্টারে দেড় বছরের শিশু-কন্যার উপর নির্যাতনের ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া। ইতিমধ্যেই ওই ফুটেজের ভিত্তিতে এক পরিচারিকাকে আটক করেছে পুলিশ। শিশুর উরুতে কামড়ের চিহ্ন দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত সেই পরিচারিকা প্রথমে শিশুটির কান্না থামানোর চেষ্টা করলেও শিশুটি থামে নি। এরপরেই অধৈর্য হয়ে তিনি শিশুটিকে চড় মারছেন এবং ইচ্ছে করে মাটিতে ফেলে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর গোটা আবাসন রীতিমত আতঙ্কিত।
আরও পড়ুন-ঘোষণা ছাড়াই বন্ধ মেট্রো! সকাল থেকে দুর্ভোগ যাত্রীদের
পুলিশ সূত্রে খবর, নয়ডার সেক্টর ১৩৭-এ অবস্থিত ‘প্যারাস টিয়েরিয়া’ আবাসনের বাসিন্দারা এই ডে-কেয়ার পরিচালনা করেন। অনেক কর্মরত বাবা-মা বাচ্চাকে এখানে রেখে যান, ফেরার পথে নিয়ে যান। গত ৪ অগাস্ট এই শিশুটির বাবা-মা প্রথমে মেয়ের উরুতে দাগ দেখে ভেবেছিলেন হয়ত কোন অ্যালার্জি হয়েছে। শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার জানান, এগুলি আলার্জি নয় কামড়ের চিহ্ন। এই অবস্থায় বাবা-মায়ের অভিযোগ, ঘটনার সময় ডে-কেয়ারের মালিক কোনরকম হস্তক্ষেপ করেননি। তাঁরা বলতে গেলে মালিক ও পরিচারিকা উল্টে তাঁদেরই গালিগালাজ করেছেন ও হুমকিও দিয়েছেন। ডে-কেয়ার মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই শিশুর মেডিক্যাল পরীক্ষা হয়েছে এবং অভিযুক্ত পরিচারিকাকে আটক করা হয়েছে। তিনি নাবালিকা। ডে-কেয়ারের লাইসেন্স ও নিয়োগ প্রক্রিয়ায় কোনও অনিয়ম আছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-আত্মবলিদান দিবসে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, হিন্দি ছবি নিয়েও ক্ষোভ প্রকাশ
এই ঘটনার পর ডে-কেয়ারের মালিক ও পরিচারিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি উঠেছে। আর কোনও শিশুর সঙ্গে যাতে এমন না হয় ভবিষ্যতে সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য সঠিক পদক্ষেপ চেয়েছেন তারা।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…