ফের চূড়ান্ত নিষ্ঠুরতার নিদর্শন যোগীরাজ্যে! উত্তর প্রদেশের রামপুর জেলাতে স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ আগেই করেছিলেন স্ত্রী কিন্তু এবার সেই টাকা না পেয়ে চূড়ান্ত অমানবিক ঘটনা ঘটিয়ে ফেললেন এই যুবক। পণের টাকা না পেয়ে আট মাসের সন্তানকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন এই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, অভিযুক্তর নাম সঞ্জু। স্ত্রী আগেই অভিযোগ করেন যে ২০২৩ সালে বিয়ের পর থেকেই পরিবারের কাছ থেকে ২ লক্ষ টাকা ও একটি গাড়ি চেয়ে চাপ দিচ্ছিলেন এই ব্যক্তি। পণ না পেয়ে একাধিক বার সুমনকে মারধরও করা হয়। এমনকি বাড়ি গেলে দেওর, জা সবাই মিলে মারধর করেন তাঁকে। এখন নিজের বাচ্চাকে উল্টো করে ঘুরে বেড়াচ্ছে যার ফলে ও অসুস্থ হয়ে পড়েছে। শিশুটি আপাতত চিকিৎসাধীন। ঘটনা প্রকাশ্যে আসতেই পণ নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন সমাজকর্মীরা।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে চলন্ত রিকশায় ঝাঁপ ঘোড়ার, আহত ২
জানা গিয়েছে ভিডিও করার জন্যও চাপ দিয়েছিলেন এই ব্যক্তি। এই ঘটনা প্রসঙ্গে মিলক খানম থানার ইনচার্জ জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জুর বিরুদ্ধে দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া এই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে ধরা হচ্ছে তাই তাঁকে কাউন্সেলিং সেন্টারেও পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করা হয়নি। এখানেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে কোনও বাচ্চার সঙ্গে এমন অমানবিক আচরণ করার পর শুধুমাত্র কাউন্সেলিংয়ে মিটে যাবে?