জাতীয়

মায়ের মৃত্যুতে ছুটির আবেদনে প্রথমসারির ব্যাঙ্কের ‘বসের’ অমানবিকতা

রীতিমত আপত্তিজনক এবং অসংবেদনশীল আচরণ ইউকো (UCO) ব্যাঙ্কের এক কর্মকর্তার! অধস্তন এক কর্মচারীর সঙ্গে তাঁর ব্যবহার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউকো ব্যাঙ্কেরই এক কর্মচারী বিষয়টি প্রকাশ্যে আনেন। চেন্নাই জোনাল প্রধানের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন যার ফলে ব্যাঙ্কিং দুনিয়া এখন বেশ লজ্জাজনক পরিস্থিতিতে রয়েছে। কর্মক্ষেত্রের সংস্কৃতি ঊর্ধ্বতন আধিকারিক ঠিক কীভাবে নষ্ট করছেন,সেটা প্রকাশ্যে আসায় বেশ বিপাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-সল্টলেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা

ব্যাঙ্কের ম্যানেজমেন্টকে তিনি ওই ঊর্ধ্বতন আধিকারিক আরএস অজিত এর ব্যবহার সম্পর্কে অভিযোগ করেছেন ইমেলে। তিনি বলেছেন এই বস, কাজের জায়গায় “ভয় ও অত্যাচারের” পরিবেশ তৈরি করছেন। কর্মীদের সঙ্গে তিনি পেশাদারের মতো নয়, চাকরের মতো আচরণ করেন। পারিবারিক সঙ্কটের সময়ও তিনি অত্যন্ত কুৎসিত ভাষায় ছুটিপ্রার্থীদের অপমান করেন বলেও জানান তিনি। মা মারা যাওয়ার পর ছুটি চাইতে গেলে তিনি বলেছেন, ”সবাই মা মারা যায়…বেশি নাটক করো না! ”

এখানেই শেষ নয়, এক কর্মচারীর মেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ছুটি চাইলে তিনি অত্যন্ত অপমানজনক কথা বলেন এবং বলেন, ”তুমি ওখানে থেকে কী করবে, তুমি কি ডাক্তার, অফিসে এস না হলে বেতন-ছাড়া ছুটি নাও।” আরেকজন কর্মীর স্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি ছুটির আবেদন করেন। উত্তরে বস বলেন, ”এমনিতেও তুমি অপদার্থ!” উল্টে তাঁর ছুটির আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

ইতিমধ্যেই তাঁর এই বর্বরচিত আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে নেটদুনিয়ার একাংশ। একনায়কতন্ত্র বলেও কটাক্ষ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং অর্থ মন্ত্রকের নজরে আনা হয়েছে বলে জানা যাচ্ছে। ইউকো ব্যাংক বা তাদের চেন্নাই জোনাল অফিস যদিও অভিযোগের বিষয়ে কোনও বিবৃতি দেয় নি।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

14 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

23 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

48 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago