কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা প্রদানের সূচনা

Must read

প্রতিবেদন : গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের (krishak bandhu scheme) সুবিধা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রাজ্যের এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় মোট প্রায় ত্রিশ হাজার ৩৫ কোটি টাকা আর্থিক সহায়তা কৃষক ও বর্গাদারদের অ্যাকাউন্টে পৌঁছবে। চাষের খরচ মেটাতে এবং কৃষিকাজে স্থায়িত্ব আনতেই এই প্রকল্পের (krishak bandhu scheme) মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কৃষক ও বর্গাদারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। কৃষিকাজকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন-২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সাহায্য রাজ্যের

Latest article