সংবাদদাতা, শিলিগুড়ি : পুরনিগমের উদ্যোগে শিলিগুড়িতে চলছে উন্নয়ন যজ্ঞ। এবার শহরের ঐতিহ্যবাহী তেনজিং নরগে বাস টার্মিনাস কে এবার তারই উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি জংশন সংলগ্ন এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করে। রোজ কয়েক হাজার যাত্রীরা এই বাস স্ট্যান্ড ধরে রওনা দেয় তাদের গন্তব্যে। সেই তেনজিং নরগে বাস টার্মিনাস বেশ কিছুদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে। এবার সেই সমস্যা কাটাতেই উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পৌরনিগম ও এন বি এস টি সি পরিবহন সংস্থা।
আরও পড়ুন-অস্পষ্ট অভিযোগে সিবিআই তদন্ত সংবিধানসম্মত নয় জানাল সুপ্রিম কোর্ট
বাসস্ট্যান্ডে নতুন করে পেভার্স ব্লক তৈরীর কাজ শুরু হয়েছে। এই বাবদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তেনজিং নরগে বাস টার্মিন আছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সহ এন্ট্রি ব্লক ও বাউন্ডারি ওয়ালের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। এছাড়াও বাসস্ট্যান্ডের সৌন্দর্যের কাজও শুরু করা হয়েছে পুরনিগমের তরফে। পাশাপাশি বাসস্ট্যান্ডের পাশে জঞ্জাল ফেলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র। এছাড়াও রাতে বাস স্ট্যান্ড চত্বরে পুলিশি করা নিরাপত্তার কথা জানান তিনি। সমস্ত নিয়ম তৎপরতার সঙ্গে চালু করতে তেনজিং নরগে বাস টার্মিনাস নিয়ে পুলিশ, জেলা প্রশাসন ও এনবিএসটিসি আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারবেন বলে জানিয়েছেন মেয়র।