দরবারে বিধায়ক সোহমের উদ্যোগ

অতিথিদের মধ্যে ছিলেন তন্ময় ঘোষ, মদন মিত্র, উত্তম বারিক, সুপ্রকাশ গিরি, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, হাবিবুর রহমান প্রমুখ

Must read

সংবাদদাতা, চণ্ডীপুর : সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা ভোট। তার আগে আরও জনসংযোগ বাড়াতে চণ্ডীপুরের বিধায়ক তথা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী তাঁর বিধানসভা এলাকার মানুষদের জন্য একটি হেল্পলাইন চালু করলেন। এই উপলক্ষে চণ্ডীপুরে সোমবার সন্ধ্যায় ‘দরবারে বিধায়ক’ নামে এক অনুষ্ঠান হয়। বিধায়ক কার্যালয়ে এটির সূচনা করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।

আরও পড়ুন-লকডাউনে ঘুমিয়ে হঠাৎ রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ, আদ্রায় বাতিল হচ্ছে ২৩ ট্রেন

আর্থিক অনিয়ম থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ, সবটাই এই নম্বরে জানানো যাবে। বিধায়কের নাম ভাঙিয়ে টাকা আদায়, প্রভাব খাটিয়ে সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনায় ১৪ ফেব্রুয়ারি সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ককে চণ্ডীপুর থানার পুলিশ গ্রেফতার করেছিল। স্বয়ং বিধায়ক তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তারই জেরে যে কোনও নালিশ বা অভাব-অভিযোগ নিয়ে রিপোর্ট পেতে হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত নিয়েছেন। নম্বরটি: ৮২৭৬০৮১৩২৮। এছাড়াও গত এক বছর চণ্ডীপুর বিধানসভা এলাকার জন্য এই তারকা বিধায়ক কী কী কাজ করেছেন, তার একটি খতিয়ান এদিন পেশ করেন সোহম। সোহম বলেন, ‘‘চণ্ডীপুরের মানুষ যাতে সহজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ও আমি যাতে তাঁদের মূল্যবান পরামর্শ থেকে বঞ্চিত না হই, এই পরিষেবা চালু হল।’’ অতিথিদের মধ্যে ছিলেন তন্ময় ঘোষ, মদন মিত্র, উত্তম বারিক, সুপ্রকাশ গিরি, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, হাবিবুর রহমান প্রমুখ

Latest article