নয়াদিল্লি : বৈদিক যুগ থেকে ভারতে যে গণতন্ত্র প্রচলিত তা তুলে ধরতে আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবসে বিশেষ বক্তৃতার আয়োজন করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বক্তৃতার বিষয়: ভারত গণতন্ত্রের জননী। মোট ১৫টি বিষয়ের তালিকা তৈরি করা হয়েছে ইউজিসির তরফে। এর মধ্যে রয়েছে কৌটিল্য এবং গীতায় উল্লিখিত আদর্শ রাজার ধারণা। ভারতের গণতন্ত্র।
আরও পড়ুন-আপনি কি আমার শর্তে কাজ করতে রাজি? কর্মীদের প্রশ্ন মাস্কের
হরপ্পা সভ্যতাকে ভারতে গণতন্ত্রের মূল কারিগর বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও খাপ পঞ্চায়েত এবং তার ঘরোয়া প্রথা রয়েছে আলোচনার তালিকায়। আলোচ্য বিষয়ের মধ্যে আরও আছে সম্রাট অশোকের আমলে কলিঙ্গে গণরাজ্যের প্রচলন ও সংস্কৃত সাহিত্যে গণতন্ত্রের সন্ধান, প্রাচীন এবং মধ্যযুগে তামিলনাড়ুর স্থানীয় প্রশাসন এবং অর্থশাস্ত্র অনুযায়ী গণতান্ত্রিক চিন্তাভাবনা ও প্রথা। ইতিমধ্যেই ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সমতুল ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন ইউজিসির চেয়ারপার্সন এম জগদীশ কুমার। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আলোচনাসভা, বক্তৃতার আয়োজন করতে বলা হয়েছে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানকে।