প্রতিবেদন : বিদেশি মুদ্রার উপর নির্ভর না করে ভারতীয় মুদ্রা দিয়েই এবার বিদেশে আমদানি-রফতানি বা আন্তর্জাতিক লেনদেনের উদ্যোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে, ভারতীয় রুপি বা টাকার মাধ্যমেই যাতে আন্তর্জাতিক লেনদেন করা যায় তেমন ব্যবস্থা চালু করা হচ্ছে। এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে আরবিআই।
আরও পড়ুন-টালবাহানার পর পদত্যাগ সিঙ্গাপুরে গোতাবায়া, পরের লক্ষ্য দুবাই
গত কয়েকদিন ধরেই ডলারের অনুপাতে টাকার দাম ছিল নিম্নমুখী। যা নিয়ে চিন্তায় পড়েছিলেন আর্থিক বিশেষজ্ঞরা। টাকার দামের পতন রুখতে এবার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, রফতানি বাণিজ্য-সহ সার্বিক আন্তর্জাতিক ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে ভারত। আন্তর্জাতিক ব্যবসায় যাঁরা যুক্ত তাঁরাও ভারতীয় মুদ্রায় লেনদেন করার ইচ্ছা প্রকাশ করেছেন। সেটা মাথায় রেখেই এই নতুন ব্যবস্থা চালু করার চেষ্টা হচ্ছে। এই ব্যবস্থা চালু হলে বর্তমান ব্যবস্থার পাশাপাশি ইনভয়েসিং, পেমেন্ট এবং আমদানি বা রফতানির সেটেলমেন্ট ভারতীয় মুদ্রাতেই করা যাবে।
আরও পড়ুন-কানাডায় গান্ধীমূর্তি ভাঙচুর, নিন্দা সর্বস্তরে
প্রসঙ্গত, কোনও দেশের মুদ্রাকে তখনই আন্তর্জাতিক বলা হয়, যখন তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ লেনদেন করতে চায়। এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য হল আমেরিকার ডলার। এর পরেই রয়েছে ইউরোপের মুদ্রা ইউরো। এক সময় ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন হয়েছে। ১৯৬০-এর দশকে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ওমান ভারতীয় টাকা গ্রহণ করত। কিন্তু পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। তবে এবার ভারত নতুন করে সেই প্রক্রিয়া চালু করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের সঙ্গে পণ্য কেনাবেচায় ডলারের পরিবর্তে রুপিতে লেনদেনে আগ্রহী ভারত। যদি এটা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে পণ্য আমদানি-রফতানির জন্য এখন ডলারে যে এলসি খুলতে হয়, তার আর কোনও বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা রুপিতে আন্তর্জাতিক বাণিজ্যে রাজি হবে কি না নির্ভর তা করছে শেখ হাসিনা সরকারের ওপর।
আরও পড়ুন-দেশের অর্থনীতিতে গ্রহের ফের, খোঁচা
কীভাবে ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন হবে তার কিছু নিয়মও জানিয়েছে আরবিআই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, টাকার গুরুত্ব আন্তর্জাতিক বাজারে স্থায়ীভাবে বাড়াতে হলে, এখন থেকেই রফতানি বৃদ্ধির চেষ্টা করতে হবে।