১০টি ফসলভিত্তিক হাব রাজ্যে, উদ্যোগী মুখ্যমন্ত্রী, কৃষি বিপণন দফতরের পদক্ষেপ

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল কৃষকদের ফসল সংগ্রহ পরবর্তী পরিকাঠামো উন্নত করে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করা।

Must read

প্রতিবেদন : রাজ্যের কৃষকদের ফসল বিক্রির সুবিধা বাড়াতে এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত করতে রাজ্য সরকারের কৃষি বিপণন দফতর রাজ্য জুড়ে ১০টি ‘কমোডিটি স্পেসিফিক হাব’ বা ফসলভিত্তিক হাব গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল কৃষকদের ফসল সংগ্রহ পরবর্তী পরিকাঠামো উন্নত করে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করা।

আরও পড়ুন-জঙ্গলমহলে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ, আজ যাচ্ছে ফরেন্সিক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে দফতরকে নির্দেশ দিয়েছেন, কৃষক বাজার ও মার্কেট ইয়ার্ডগুলির যেসব জায়গা এখনও অব্যবহৃত, সেগুলিকে ব্যবহার করে দ্রুত এই হাবগুলি স্থাপন করতে হবে। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই এই সমস্ত হাব কার্যকর করার লক্ষ্য স্থির হয়েছে। প্রতিটি হাবে থাকবে ফসল সংগ্রহ, ছাঁটাই, গ্রেডিং, ধোয়া, প্যাকিং, সংরক্ষণ এবং পরিবহণের পরিকাঠামো। এর ফলে কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে আরও ভাল দামে বিক্রি করতে পারবেন। পাশাপাশি, পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। রাজ্য সরকারের আশা, এর ফলে শুধুমাত্র কৃষকরাই নন, ভোক্তারাও উপকৃত হবেন—তাঁরা তুলনামূলকভাবে কম দামে উন্নত গুণমানের ফসল পেতে পারবেন।

Latest article