প্রতিবেদন : বন্যা মোকাবিলায় কেন্দ্রের (centre) তোয়াক্কা না করেই সাধ্যের মধ্যে জনজীবন ও সম্পত্তি রক্ষায় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে তুলে ধরলেন, রাজ্য সরকার এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে বন্যা মোকাবিলায়। একই সঙ্গে তিনি বলেন জল-সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে।
আরও পড়ুন-বিমানবন্দরের ছাদ ফুটো কেন, রাজ্যসভায় প্রশ্ন জহরের
মুখ্যমন্ত্রীর কথায়, নদী-সংক্রান্ত বিষয়ে সেচসচিব প্রতিদিন আমাকে জানান। আমি সব খবর রাখি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিই। ৫০০ কোটি টাকার বাঁধ আমরা নির্মাণ করেছি। ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে পাঁচ লক্ষের বেশি পুকুর কেটেছি। ২,২৩২ কোটি টাকা খরচ করে নিম্ন দামোদর সংস্কার করেছি। এতে বর্ধমান-সহ হাওড়া-হুগলির বন্যা প্রবণতা কমেছে। তাঁর সংযোজন, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে জল নিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও জানান। পাশাপাশি কেন্দ্রকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, শুনলাম ডিভিসির বেসরকারীকরণ হচ্ছে? রেল থেকে জেল, সব ওরা বেসরকারি করে দেবে। দেশের ঐক্যকেও বেসরকারীকরণ করতে চায় কেন্দ্র।