ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী পুরনিগম

বর্ষার আগেই ডেঙ্গি মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। সোমবার স্বাস্থ্য দফতরের নির্দেশে হলেও উচ্চপর্যায়ের বৈঠক

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বর্ষার আগেই ডেঙ্গি মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। সোমবার স্বাস্থ্য দফতরের নির্দেশে হলেও উচ্চপর্যায়ের বৈঠক।
বৈঠকে ছিলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার জেলাশাসক প্রীতি গোয়েল জেলা স্বাস্থ্য অধিকর্তা তুলসী প্রামাণিক-সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপাররা। এদিনের বৈঠকে ডেঙ্গি প্রতিরোধ-সহ সচেতনতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়। গতবারে এই সময় ডেঙ্গি রোগীর সংখ্যা যা ছিল তা থেকে অনেকটাই এবার কম। তবুও নিগম আগে থেকেই ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক কাজ শুরু করতে চাইছে। পাশাপাশি পুরোনো নিগমের কনজারভেন্সি বিভাগ রাজাদার ড্রেন-সহ শহরে আবর্জনা পরিষ্কার করার কাজ করে চলেছে। রীতিমতো পুরো নিগমের জিএসটি টিম বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করছে এবং সচেতনতার বার্তা দিচ্ছে। এদিন দীর্ঘ বৈঠকের পরে মেয়র গৌতম দেব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা নিয়ে এদিন বৈঠক হয়। ডেঙ্গি প্রতিরোধে পুরনিগম সক্রিয় ভূমিকা পালন সমীক্ষা চালিয়ে যাচ্ছেন পুরনিগমের এই তৎপরতার কারণে করছেন। গতবারে তুলনায় এবার ডেঙ্গি রোগীর সংখ্যা অনেকটা কম তবে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গির ভর্নাবেল সময়। পুরনিগমের কর্মীরা সচেতনতা বুঝিয়ে রেখে কাজ করছে।

আরও পড়ুন-ডি’মারিয়ার গোলে জয়

উল্লেখ্য শিলিগুড়িতে ডেঙ্গিমুক্ত করতে তৎপর পুরনিগম ইতিমধ্যেই নিয়েছে একাধিক ব্যবস্থা। প্রত্যেক দিন পুরো এলাকাগুলিকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন মেয়র গৌতম দেব। সেই মতন ড্রেনে মশা মারার তেল স্প্রে করা চলছে। চলছে সচেতনতা শিবির এবং মাইকিং করে সতর্কতাও। আরও বেশি ব্যবস্থা নিতে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সোমবার উচ্চপর্যায়ের একটি বৈঠক করলেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, শিলিগুড়ির বাসিন্দারা যথেষ্ট সতর্ক। শহর পরিচ্ছন্ন রাখতে তাঁদের ভূমিকা রয়েছে। শিলিগুড়িকে একেবারেই ডেঙ্গিমুক্ত করা আমাদের লক্ষ্য। আশা করি, পুর-এলাকার বাসিন্দারাও আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

Latest article