প্রতিবেদন : আদিবাসীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মেডিক্যাল শিক্ষার প্রসারেও তিনি জোর দিয়েছেন। রাজ্যে মেডিক্যালে ৬০০ আসন বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রামে শিলদায় বীরসা মুণ্ডার ১৪৭তম জন্মজয়ন্তী উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই মঞ্চেই তিনি জানান, ঝাড়গ্রাম, আরামবাগ, বারাসত, তমলুক, জলপাইগুড়ি ও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে আজ থেকেই নতুন করে ক্লাস শুরু হল।
আরও পড়ুন-কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এরইসঙ্গে রাজ্যে বৃদ্ধি পেল মেডিক্যালের আসনসংখ্যা। মেডিক্যাল পড়ুয়াদের অভিনন্দনও জানান তিনি। আদিবাসী শিক্ষার প্রসারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আদিবাসী ছেলেমেয়েরা একদিন বিশ্বজয় করবে আমি এই আশা রাখি। ইতিমধ্যেই সাঁওতালি মাধ্যমে প্রাইমারি ও আপার প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ৫০০ শিক্ষক নিয়োগ, সাঁওতালি ভাষায় বইপ্রকাশ, সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স এবং ঝাড়গ্রামে সরকারি পিটিটিআই চালু করা হয়েছে।’’ উল্লেখ্য, আদিবাসী সমাজের উন্নয়ন এবং শিক্ষা সংস্কৃতির প্রসারে বরাবরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই সাঁওতালি ও কুরুক ভাষা পেয়েছে সরকারি ভাষার স্বীকৃতি। তৈরি হয়েছে সাঁওতালি অ্যাকাডেমিও। রাজ্য সরকার আগামিদিনে আরও উন্নয়নের পরিকল্পনা করছে বলে এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।