মা ভবানী, দেবী চৌধুরানি মন্দিরের সংস্কারে উদ্যোগ

ধর্মীয় পর্যটনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে ধর্মীয় স্থানগুলির সংস্কারও চলছে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি: ধর্মীয় পর্যটনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে ধর্মীয় স্থানগুলির সংস্কারও চলছে। জলপাইগুড়ির মা ভবানী, দেবী চৌধুরানি মন্দিরের সংস্কারের জন্য ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। কাজ শীঘ্রই শুরু হবে বলে বুধবার জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-নতুন উপরাষ্ট্রপতিকে ৮ দফা পরামর্শ ডেরেকের

তিনি জানান, দেবী চৌধুরানি মন্দিরের উন্নয়নের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ মঞ্জুর করা হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষের আবেদন অনুসারে সব দাবি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একইভাবে তিনি উল্লেখ করেন মা ভবানী মন্দিরেরও। মুখ্যমন্ত্রী বলেন, মা ভবানী ও দেবী চৌধুরানি মন্দিরের উন্নয়নে যা দরকার তা আমরা করছি। আবেদন করা হয়েছে, সেই আবেদন অনুযায়ী বরাদ্দও দিয়েছি। দ্রুত কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গে ধর্মীয় স্থানের সংস্কারে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। জল্পেশ মন্দিরের স্কাইওয়াক ইতিমধ্যেই বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি জলপাইগুড়ির দেবী চৌধুরানি মন্দির, মা ভবানী মন্দির-সহ একাধিক মন্দির সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। গত আট বছরে রাজ্য সরকারের উদ্যোগে ৩৫০ কোটি টাকা ব্যয়ে ১৫৭টি মন্দির সংস্কার করা হয়েছে। এর মধ্যে ১৫০টি প্রকল্পের জন্য সম্পূর্ণ অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। ধর্মীয় পর্যটন উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে উন্নত করাই এই প্রকল্পগুলির মূল লক্ষ্য।

Latest article