প্রতিবেদন : প্রশ্নের মুখে স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা। কাঠগড়ায় দমদমের নামী বেসরকারি স্কুল। অভিযোগ, শুক্রবার দমদমের এক বেসরকারি নামী স্কুলের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক পড়ুয়াকে উদ্ধার করা হয়। কীভাবে ওই পড়ুয়ার আঘাত লাগল তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারছে না। অভিভাবকরা স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তা মেলেনি বলেই অভিযোগ করেছেন অভিভাবকরা। সবমিলিয়ে এদিন সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। ঘটনার পর দমদম থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম ওই পড়ুয়ার মা-বাবা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। জখম ওই পড়ুয়া পঞ্চম শ্রেণির ছাত্র। তাঁর বাবার অভিযোগ, বুধবার স্কুল থেকে তাঁদের ফোন করে বলা হয় ছেলে কোনও ভাবে জখম হয়েছে, তাড়াতাড়ি স্কুলে আসুন। তিনি স্কুলে পৌঁছে দেখতে পান, ছেলে রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে। চোখের উপরে কপালে একটি ব্যান্ডেজ করা রয়েছে। সেখান থেকে রক্ত পড়ছে। কীভাবে হল, কোথা থেকে আঘাত লাগল, জানতে চান তার বাবা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও জবাব দিতে পারেনি বলে অভিযোগ। দেখতে চাওয়া হয় সিসিটিভি ফুটেজ।