প্রতিবেদন : এফসি গোয়ার বিরুদ্ধে হার ভুলে রাজধানীতে ঘুরে দাঁড়ানোর লড়াই আইএসএলের শীর্ষে থাকা মোহনবাগানের। বৃহস্পতিবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে নামার আগে সবুজ-মেরুনের অস্বস্তির কারণ দলের চোট-আঘাত। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়নকে ছাড়াই পাঞ্জাবের বিরুদ্ধে নামছে জোসে মোলিনার দল। ক্রিসমাসের দিন দিল্লি রওনা হওয়ার আগে সকালের অনুশীলনে আবার চোট পান মনবীর সিং ও অনিরুদ্ধ থাপা। তবে দুপুরের বিমানে দলের সঙ্গেই দিল্লি গিয়েছেন দুই ভারতীয় তারকা। অস্বস্তি বাড়লেও দু-জনকেই সম্ভবত পাঞ্জাব ম্যাচে পাচ্ছেন কোচ মোলিনা।
আরও পড়ুন-হাজারো চমক নিয়ে বহরমপুরে শুরু হল ফুড ফেস্টিভ্যাল
মোলিনা অবশ্য চোট সমস্যা নিয়ে না ভেবে পাঞ্জাব ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে জয়ের সরণিতে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। মোহনবাগান কোচের দাবি, তাঁর হাতে একাধিক বিকল্প রয়েছে। মোলিনা বলছেন, ‘আমরা গ্রেগ, দিমিত্রি, আশিককে পাব না। তবে আমাদের অনেক ভাল খেলোয়াড় আছে। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন একসঙ্গে শুরু করতে পারে। সাহাল আব্দুল সামাদ, মনবীর, সুহেল ভাট রয়েছে। আমাদের হাতে অনেক বিকল্প। আশা করি, ওদের সাহায্যে আমরা পাঞ্জাব ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরব।’
শুভাশিস বসুও গোয়া ম্যাচে মুখে গুরুতর চোট পান। মুখে মাস্ক পরেই খেলতে পারেন তিনি। গত কয়েকদিন ধরে মাস্ক পরেই অনুশীলন করেছেন বঙ্গ ডিফেন্ডার। মোলিনা বলেন, ‘কাউকে আমি ঝুঁকি নিয়ে খেলাতে চাই না। তবে মুখের চোটে মাস্ক পরে খেললে তাতে ঝুঁকি নেই। শুভাশিস খেলতে চাইলে আমার কোনও সমস্যা নেই।’
আরও পড়ুন-এক দেশ এক ভোট ও আম্বেদকর ইস্যু: শরিকি চাপে বিজেপি
পাঞ্জাবের বিরুদ্ধে গত মরশুমে দু’বারের সাক্ষাতে দু-বারই জিতেছে মোহনবাগান। এবার ভাল শুরু করেও ধারাবাহিকতা দেখাতে পারেনি পাঞ্জাব। শেষ দুই ম্যাচে হেরেছে তারা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চার গোল হজম করেছে পাঞ্জাব। তবে এটা হোম ম্যাচ তাদের। আক্রমণভাগে লুকা মাজসেন, এজেকুয়েল ভিদালের মতো গেম চেঞ্জার রয়েছেন। তাই পাঞ্জাবকে সমীহ করছেন মোলিনা। মনবীরদের কোচ বলছেন, ‘পাঞ্জাব কঠিন প্রতিপক্ষ। এই মরশুমে ওরা ভাল খেলছে। ওদের যেহেতু এটা হোম ম্যাচ। তাই ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। লুকা মাজসেন খুব ভাল ফুটবলার। ওকে আমরা আটকানোর চেষ্টা করব। আমাদের দলগত ফুটবল খেলতে হবে। তাহলেই আমরা ক্লিন-শিট রেখে ম্যাচ জিতে ফিরতে পারব।’
টানা তিন ম্যাচ গোল অক্ষত রাখার পর শেষ দুই ম্যাচে চার গোল হজম করেছে মোহনবাগান। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রডরিগেজ বলছেন, ‘আমরা সবসময় ভুল শোধরানোর চেষ্টা করি। আশা করি, আমরা এই ম্যাচে গোল অক্ষত রাখতে পারব। দিমি, গ্রেগের জায়গায় যারা খেলবে তারা নিশ্চয় ভাল খেলবে। পাঞ্জাব ম্যাচ জিতলে আমাদের বড়দিন ও নববর্ষের ছুটিটা খুব ভাল কাটবে।’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…