অনুরাধা রায়: শ্রমিক উন্নয়নে একাধিক উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার প্রত্যেক জেলায় নির্মাণকর্মীদের জন্য হবে হস্টেল, প্রশিক্ষণকেন্দ্র। এছাড়াও দিঘা, পুরী, রামপুরহাট, চেন্নাইয়ে হচ্ছে শ্রমিকদের জন্য একেবারে স্বল্পমূল্যে ছুটি কাটানোর ঠিকানা অর্থাৎ হলিডে হোম। পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের উদ্যোগে এবং শ্রম দফতরের সহযোগিতায় ইতিমধ্যেই পুরো বিষয়টির কার্যবিবরণী তৈরি হয়ে গিয়েছে। তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
আরও পড়ুন-পুরসভার উদ্যোগে সরছে তারের জঞ্জাল
এই প্রসঙ্গে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, নির্মাণকর্মীদের জন্য বহুমুখী প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে। তাঁদের জন্য প্রশিক্ষণকেন্দ্র আপাতত জেলার কয়েকটি জায়গায় শুরু হবে। কলকাতা, কল্যাণী, আসানসোল, শিলিগুড়িতে ট্রেনিং সেন্টার হবে প্রথম পর্যায়ে। এরপর রাজ্যের প্রত্যেক জেলাতেই তৈরি হবে। সরকারি প্রত্যেকটি ট্রেনিংয়ের জন্যই এই সেন্টারগুলি ব্যবহার করা হবে। শ্রমিকদের ছেলেমেয়েরাও এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে উন্নয়ন চলছে। নির্মাণশ্রমিক এবং অসংগঠিত শ্রমিকদের কথা একমাত্র ভেবেছেন তিনি। পরপর এই সিদ্ধান্তগুলি উন্নয়ন ভাবনার ফল। রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত বলেন, অনুমোদন পেলেই সামাজিক সুরক্ষায় নির্মাণকর্মী এবং অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নেওয়া প্রকল্পগুলির কাজ শুরু
হবে দ্রুত। ছবি: প্রতীকী