সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় রাজ্যে চালু হওয়া জনমুখী প্রকল্পগুলির প্রসারে অভিনব উদ্যোগ নিল হাওড়া কর্পোরেশন। মানুষের মধ্যে এই সমস্ত প্রকল্পগুলিকে আরও বেশি করে তুলে ধরতে পুরনিগমের উদ্যোগে হাওড়ায় চালু হয়েছে এই সংক্রান্ত একটি পার্ক। ফোরশোর রোডের ধারে ৩২৫ মিটার লম্বা ও সাড়ে ৩১ মিটার চওড়া ওই ‘ইনফো-পার্কে’ কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী, যুবশ্রী সহ রাজ্যের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ছবি ও মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন-নতুন জেলা সুন্দরবন পুরনো আইন বাতিল করে বিল আসছে বিধানসভায়
সেইসঙ্গে এই প্রকল্পগুলি থেকে কত মানুষ উপকৃত হয়েছেন এবং এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে গেলে কী করতে হবে তাও উল্লেখ করা আছে ওই ‘শ্রীপূর্ণা’ পার্কে। পুরনিগমের নিজস্ব তহবিল থেকে ১ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে এই পার্কটি তৈরি হয়েছে। প্রতিদিনই অনেকে এখানে এসে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি কোন প্রকল্পের জন্য কীভাবে আবেদন করতে হবে তাও অনেকে এসে জেনে যাচ্ছেন। হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী এই ব্যাপারে জানান, ‘‘এই পার্কে আপাতত ৩৫টি প্রকল্পকে তুলে ধরা হয়েছে। ধাপে রাজ্যের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলিকেই এখানে তুলে ধরা হবে। এর ফলে এলাকার সৌন্দর্যায়ন যেমন বাড়বে তেমনই রাজ্যের সমস্ত জনমুখী প্রকল্পগুলির বিষয়েও মানুষ আরও জানতে পারবেন।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই সমস্ত জনমুখী প্রকল্পগুলি রাজ্যে চালু হয়েছে।”