পথদুর্ঘটনা এড়াতে অভিনব সেমিনার ট্রাফিক পুলিশের

সেখানে ভিডিও দেখিয়ে ধরানো হল বাস-চালকদের ভুল ত্রুটি। শহর কলকাতায় দুর্ঘটনা এড়াতে সদাসতর্ক কলকাতা ট্রাফিক পুলিশ।

Must read

প্রতিবেদন : শহরে পথদুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ কলকাতা ট্রাফিক পুলিশের। মঙ্গলবার রেঞ্জার্স ক্লাবে এই উপলক্ষে এক সেমিনারের আয়োজন করেছিল তারা। সেখানে ভিডিও দেখিয়ে ধরানো হল বাস-চালকদের ভুল ত্রুটি। শহর কলকাতায় দুর্ঘটনা এড়াতে সদাসতর্ক কলকাতা ট্রাফিক পুলিশ। কিন্তু তার পরেও ঘটছে দুর্ঘটনা।

আরও পড়ুন-গঙ্গাসাগরের তটে বিলুপ্তপ্রায় অলিভ রিডলে

দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের উদ্যোগে কলকাতার বাসমালিক, বাস অপারেটর ও বাস সংগঠনগুলিকে সামনে ভিডিও দেখিয়ে বোঝানো হয়, কীভাবে বাস চালকদের বেপরোয়া গতির জন্যে দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে এইভাবে চালকরা যাতে বাস না চালান, সেই সচেতনতার বার্তাও দেওয়া হয়। সেমিনারে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক ও কলকাতার বিভিন্ন জায়গার ট্র্যাফিক ওসি-সহ বিভিন্ন বাস ও মিনিবাসের মালিক, বাস অপারেটর ও বাস শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। মহানগরের রাস্তায় দুর্ঘটনা কমানোই এই সেমিনারের মূল লক্ষ্য। পথ দুর্ঘটনা কমানোর জন্য বেশকিছু গাইড লাইন রয়েছে। দেখা গিয়েছে, সকাল ৮ টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৪টে থেকে রাত ১২টার মধ্যে বেশি দুর্ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কম ঘটে এই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest article