প্রতিবেদন : পুলিশের ‘অতিথি’ হওয়ার চেষ্টা করবেন না। বর্ষবরণের রাতে মহানগরের নিরাপত্তায় অভূতপূর্ব উপায়ে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। কর্তব্যে অবিচল থেকে পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা জারি করে জানিয়ে দিল, নিউ ইয়ার ইভের আনন্দ করতে গিয়ে আইন ভাঙবেন না। ন্যূনতম বিধিনিষেধ মানতেই হবে। না হলে হতে হবে পুলিশের ‘অতিথি’। কলকাতা পুলিশ স্যোশাল মিডিয়ায় ২০২৪ সালের শেষদিনে অভিনব পোস্টে সুরক্ষার বার্তা দিল।
আরও পড়ুন-ভারতসেরা বাংলা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
পার্টির কার্ডের আদলে পোস্টার তৈরি করে সরস বার্তায় লেখা হয়েছে, কলকাতা পুলিশের ‘পার্টি’তে কারও না আসাই ভাল! কলকাতার রাস্তায় রাস্তায় টহল দেবে ট্রাফিক পুলিশ। বেপরোয়া গতিতে বা মত্ত অবস্থায় গাড়ি চালালে, ট্রাফিক সিগন্যাল ভাঙলে, হেলমেট ছাড়া বাইক চালালে বা অন্য কোনও পথ আইন ভাঙার কাজ করলেই কলকাতা পুলিশের অতিথি অতিথি হতে হবে। অর্থাৎ বেলেল্লাপনা করলে বা আইন ভাঙলেই হবে হাজতবাস। কলকাতা পুলিশ সূত্রে খবর, শহরের বিভিন্ন প্রান্তে প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ রাতভর টহল দেবেন। যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর লালবাজার। নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে শহর কলকাতা।