সৌমেন মল্লিক, বজবজ: অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশীর্বাদকে পাথেয় করে নিয়েই ১৯৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন বজবজের ৬৪ বছরের তুর্কি অতীন হালদার। উদ্দেশ্য তাঁর একটাই, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাসকে এই প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্য নিয়েই বজবজ থেকে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ১৯১৯ সালে কানাডা থেকে ভারতে আসা জাহাজ পাঞ্জাবিদের নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু কানাডা যাওয়ার পর সে দেশের সরকার তাদের ফিরিয়ে দেয়। পাঞ্জাবিদের নিয়ে বজবজে ফিরে আসা ওই জাহাজকে পাঞ্জাবে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেই ২৬ জনকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ব্রিটিশরা।
আরও পড়ুন-ঝাড়গ্রাম সংশোধনাগারের নিরক্ষর ৭০ বন্দির জন্য আজ শুরু সাক্ষরতা অভিযান
বজবজের কোমাগাতা মারুতে তাদের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এই ইতিহাসই বর্তমান প্রজন্মকে জানাতে চান অতীনবাবু। সেই উদ্দেশ্যেই বাংলা বিহার, ঝাড়খণ্ড হয়ে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে হেঁটে চলেছেন তিনি। ইতিমধ্যেই ৮৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে ফেলেছেন। তাঁর বাড়িতে রয়েছেন স্ত্রী, ছেলে এবং বউমা। অসীমবাবু জানান, ছাত্র জীবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যম তাঁকে উদ্বুদ্ধ করেছে। দলনেত্রীকেই আদর্শ মেনে নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজ অবধি ত্যাগ করে যাচ্ছেন, তাঁকে অনুসরণ করেই আমি বেরিয়ে পড়েছি। অতীন হালদারের সঙ্গী বলতে ভারতের জাতীয় পতাকা এবং কাঁধের ব্যাগে কিছু শুকনো খাবার। পথে যাওয়ার সময় বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মের-জাতির মানুষের সঙ্গে দেখা হয়েছে তাঁর। তিনি যখন এই ইতিহাস তাঁদের জানিয়েছেন তাঁরা যেমন উদ্বুদ্ধ হয়েছেন, তেমনি তাঁরা উৎসাহ জুগিয়েছেন অতীনবাবুকেও। তিনি জানান, যখন তিনি গন্তব্যস্থল জালিয়ানওয়ালাবাগে পৌঁছে যাবেন তখন তাঁর জন্ম ও জীবন সার্থক হবে। এরপর আবার যখন বজবজের মাটিতে ফিরে আসবেন, সেদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করবেন পায়ে হাত দিয়ে।
অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী, হেঁটেই জালিয়ানওয়ালাবাগের পথে বৃদ্ধ