প্রতিবেদন : কলকাতা ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরে ঘোড়াগুলির সাম্প্রতিক অবস্থা খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এই কমিটি গঠনের নির্দেশ। রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দফতরের একজন প্রতিনিধি থাকবেন এই কমিটিতে।
আরও পড়ুন-মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে, বলল তৃণমূল, নারকেলডাঙা কাণ্ডে ধৃত ৮
এছাড়া থাকবেন কেন্দ্রের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড, ঘোড়া মালিকদের সংগঠন এবং মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। কী কাজ হবে এই কমিটির? ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরে ঘুরে সমস্ত ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রতিনিধিরা। কোনও ঘোড়া অপুষ্টি বা অন্য কোনও অসুস্থতায় ভুগছে কি না তা দেখবেন তাঁরা। এখানেই শেষ নয়, ঘোড়ার গাড়িগুলিরও অবস্থা খতিয়ে দেখবে এই কমিটি।