প্রতিবেদন : ভোটার তালিকা নিয়ে নতুন চক্রান্ত করছে বিজেপি সরকার। তালিকা থেকে আপনাদের নাম বাদ দিতে চাইছে। তালিকায় নাম আছে কিনা নিজেরা দেখে নিন। বিজেপি সরকার একটা ভয়াবহ সরকার। এই ভাষাতেই ভোটার তালিকা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী কাল থেকে ভোটার লিস্ট শুরু হচ্ছে। বিজেপি যেটা করেছে ভোটার লিস্ট থেকে ৩০ শতাংশ লোকের নাম বাদ দিয়েছে। আপনার নাম লিস্টে আছে কিনা তা নিজে দেখে নেবেন। কারণ, নাম না থাকলে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে আধার কার্ড— সবকিছু থেকেই বঞ্চিত হবেন। বিজেপির সরকার একটা ভয়াবহ সরকার। ভোটার লিস্টে যদি সবার নাম না থাকে সেটা আমাদের লোকেদেরও দেখতে হবে, আপনাকে নিজেকেও দেখতে হবে। সিএএ নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, নির্বাচন এলে মনে পড়ে ক্যা ক্যা। নির্বাচন এলেই এনআরসি। মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশী-পাহাড়ি দিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। বিজেপি কিছু লোককে এখান-ওখান থেকে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করিয়ে নাগরিকত্ব দেবে। উদ্দেশ্য, আপনার অধিকার কেড়ে নেওয়া। মতুয়ারা এখানকার নাগরিক। রাজবংশীরা এখানকার নাগরিক। উদ্বাস্তুরা এখানকার নাগরিক। আদিবাসীরা এখানকার নাগরিক। সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই। মতুয়াদের উদ্দেশে তিনি বলেন, মতুয়া ভাই-বোনেদের বলছি, আপনারাও নাগরিক। আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে দেব না। আমি জীবন দিতে তৈরি। মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক ভঙ্গীতে বলেন, চব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে না। কারণ, আগেরবার বিহার-ঝাড়খণ্ডে ওদের সরকার ছিল। বিহার-ঝাড়খণ্ডে এখন কোথাও নেই। কর্নাটকে হারবে। কেরলে হারবে। তামিলনাড়ুতে আমাদের বন্ধুর সরকার। গুজরাটে আগের বার সব সিট পেয়েছিল। উত্তরপ্রদেশে সব পেয়েছিল। এবার কি মনে করেন সব সিট পাবে?
আরও পড়ুন-শহিদ তর্পণের আগেই নন্দীগ্রামে ফের ধাক্কা শুভেন্দুর, ভেকুটিয়ায় বিদ্রোহ আদি বিজেপি নেতাদের