প্রতিবেদন : সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের জমি-সম্পত্তি অবিলম্বে দখলমুক্ত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। তাদের দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এই দখলদারদের সরিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
রাজ্যের যে সব হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ চত্বর অবৈধভাবে দখল হয়ে রয়েছে, আগামী ২৫ নভেম্বরের মধ্যে তাদের সরিয়ে দিতে হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে পুলিশ কমিশনার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা পুলিশ সুপারদের লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত এ ব্যাপারে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।
আরও পড়ুন-Beleghata: বেলেঘাটায় প্রৌঢ়ার রহস্যমৃত্যু
জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে বেআইনি জবরদখল নিয়ে সম্প্রতি একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলে আদালত। তার জেরেই এই নির্দেশিকা বলে সূত্রের খবর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতাল চত্বর, হাসপাতাল ভবন, হাসপাতালের কর্মী আবাসন—সব জায়গাতেই অবৈধভাবে যাঁরা দখল করে আছেন তাঁদের হটিয়ে দিতে বলা হয়েছে। অতীতে, এই ধরনের জবরদখল হঠাতে গিয়ে অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন হাসপাতালে। এবার সেই পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেই কারণে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…