বঙ্কিমচন্দ্র, সূর্য সেনকে অপমান, প্রতিবাদে মুখর পূর্বস্থলী তৃণমূল

তাঁদের কাউকে দাদা, কাউকে মাস্টার আখ্যা দিয়ে চরম অসম্মান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা এই অপমানের জবাব সুদে-আসলে দিয়ে দেবে।

Must read

সংবাদদাতা, পূর্বস্থলী : বাংলার মনীষীদের প্রতি বিজেপির অসম্মানের প্রতিবাদে গর্জে উঠল পূর্বস্থলী ১ ব্লক তৃণমূল। বুধবার এসটিকেকে রোড লাগোয়া হেমায়েতপুর মোড়ে দলের পক্ষে আয়োজিত প্রতিবাদসভায় নেতৃত্ব দেন বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। মনীষীদের ছবি নিয়ে এই প্রতিবাদসভায় তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা ছাড়াও এলাকার বহু সাধারণ মানুষও যোগ দেন।

আরও পড়ুন-ঘাটাল মাস্টারপ্ল্যান : রূপনারায়ণে এবার হবে জরুরি সংস্কারের কাজ

স্বপনবাবু বলেন, একদিকে পদে পদে বাংলাকে নানা দিক থেকে বঞ্চনা করছে কেন্দ্রের বিজেপি সরকার, এবার তার পাশাপাশি বাংলার মনীষীদের অসম্মান করছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সোচ্চার হয়েছেন। আমরা সেই পথই অনুসরণ করছি। স্বপনবাবুর কথায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মাস্টারদা সূর্য সেনরা শুধু বাংলারই নন, গোটা দেশের অমূল্য সম্পদ। দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে কৃষ্টি ও সংস্কৃতির প্রসারে তাঁদের ভূমিকা অগ্রণী। তাঁদের কাউকে দাদা, কাউকে মাস্টার আখ্যা দিয়ে চরম অসম্মান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা এই অপমানের জবাব সুদে-আসলে দিয়ে দেবে।

Latest article