প্রতিবেদন : সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমানের প্রতিবাদে গর্জে উঠল বাংলা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সর্বস্তরের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং দলের সর্বস্তরের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদের ঝড় তুলে দিলেন। সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরকে যে কুরুচিকর ভাবে অপমান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বিরুদ্ধে এই প্রতিবাদ। এর আগে নেত্রী গর্জে উঠে বলেছিলেন, বাবাসাহেবের এই অপমান মানব না। তাঁকে অপমান করা মানে দেশের অপমান, সংবিধানের অপমান, দেশবাসীর অপমান। এর বিরুদ্ধে প্রথম থেকেই গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় একের প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। সংসদের ভিতরে ও বাইরে তৃণমূল সাংসদরা প্রতিবাদে সরব ছিলেন।
আরও পড়ুন-লজ্জার! বাংলাদেশে এবার মুক্তিযোদ্ধাকে জুতোর মালা
সোমবার দুপুরে কলকাতায় বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ছিলেন সহসভাপতি জয়প্রকাশ মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব। চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। টালিগঞ্জ বিধানসভার বাঁশদ্রোণীতে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে শামিল হন সকলে। মিছিল করেন মন্ত্রী শশী পাঁজাও। এছাড়াও সাংসদ মালা রায় মিছিলে নেতৃত্ব দিয়েছেন। উত্তর কলকাতায় ২৮ নম্বর ওয়ার্ডের মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। ছিলেন জনপ্রতিনিধি অয়ন চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। উত্তর কলকাতায় মিছিল করেন বিধায়ক সুপ্তি পাণ্ডে। তৃণমূল ভবনেও বাবাসাহেবকে শ্রদ্ধা জানান সুব্রত বক্সি-সহ অন্যরা। সারা বাংলার প্রতিটি জেলায়, ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন বেলা দুটো থেকে তিনটে পর্যন্ত।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…