সংবাদদাতা, দাসপুর : দাসপুরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক প্রশান্ত বেরা এবং ২ নম্বর মণ্ডল সভাপতি সমীর প্রামাণিকের নামে পড়ল দলেরই একটি গোষ্ঠীর পোস্টার। তাঁদের পদত্যাগেরও দাবি জানানো হয়েছে ওই সব পোস্টারে। এভাবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে এলাকার বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন-জাগোবাংলার স্টলে তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্র চালু
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের উত্তর গোবিন্দনগর, তেমুহানি স্টিল ব্রিজ, কলোরা এলাকায় এরকম একাধিক পোস্টার নজরে পড়ে পথচলতি মানুষের। রাস্তা বা চায়ের দোকানের সামনে বিভিন্ন জায়গায় দেওয়ালে একাধিক লিফলেট সাঁটা থাকতে দেখা যায়। তাতে বিজেপির দুই নেতার নামে দুর্নীতির উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে দাসপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুনীল ভৌমিক কটাক্ষ করে বলেন, এটাই তো বিজেপি নেতাদের আসল চরিত্র। দাসপুরে মানুষের জন্য কোনও কাজ না করে নিজেদের মধ্যেই এখন লড়াই লেগে গিয়েছে। ওদের আর বাংলার মানুষ ভোট দেবেন না এটা নিশ্চিত।

