মিলান, ১৩ জানুয়ারি : ইতালিয়ান সুপারকোপা জিতে নিল ইন্টার মিলান। বুধবার ভারতীয় সময় গভীর রাতে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার ২-১ গোলে হারিয়ে দেয় জুভেন্টাসকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ শেষ হওয়ার পর, অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেন আলেক্সিস স্যাঞ্চেজ।
আরও পড়ুন-কোভিড টেস্ট নিয়ে প্রশ্ন, সংশয় আইএসএল নিয়েই
অথচ ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। ২৫ মিনিটে এই গোল করেন জুভেন্টাসের ওয়েস্টটন ম্যাককেনি। যদিও এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি জুভেন্টাস। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ১-১ করে দেন ইন্টারের আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এরপর ম্যাচের বাকি সময় কোনও দলই আর গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই বাজিমাত পরিবর্ত হিসেবে মাঠে নামা সানচেজের।
উল্লেখ্য, ২০১০ সালের পর ফের ইতালিয়ান সুপারকোপা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ইন্টার মিলান। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্লাব ছাড়ার পর থেকে সময়টা ভাল কাটছে না জুভেন্টাসের। লিগে এই মুহূর্তে পাঁচ নম্বরে নেমে গিয়েছে জুভে। এবার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হল!