সাতদিন চলবে না ইন্টারসিটি, চরম দুর্ভোগে রায়গঞ্জবাসী

রায়গঞ্জ মহকুমা থেকে বহু মানুষকে রোজ বিভিন্ন কাজে শিলিগুড়ি যেতে হয়। সেক্ষেত্রে এই ইন্টারসিটি সুবিধা করছিল নিত্যযাত্রী থেকে পড়ুয়াদের।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : রেলের খামখেয়ালিপনার শেষ নেই। আর তাতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আবারও সাতদিনের জন্য বন্ধ রাধিকাপুর-শিলিগুড়ি আপ অ্যান্ড ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস। এবিষয়ে নোটিশ জারি করে রেল। যার জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা। লোকসভা ভোটের কয়েকমাস আগে এই ইন্টারসিটি এক্সপ্রেস চালু করেছিল রেল। সুষ্ঠু রেল পরিষেবা থেকে বঞ্চিত রায়গঞ্জবাসী এর ফলে অনেক উপকৃত হচ্ছিলেন।

আরও পড়ুন-একুশের সভায় সংবর্ধনা সদ্যজয়ী কৃষ্ণ কল্যাণীকে

রায়গঞ্জ মহকুমা থেকে বহু মানুষকে রোজ বিভিন্ন কাজে শিলিগুড়ি যেতে হয়। সেক্ষেত্রে এই ইন্টারসিটি সুবিধা করছিল নিত্যযাত্রী থেকে পড়ুয়াদের। সম্প্রতি এই ট্রেনটির চলাচলে ব্যাঘাত ঘটে। মাঝে মধ্যেই ইন্টারসিটি বন্ধ রাখা হয়। এরই মধ্যে চলতি মাসের ১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত আবারও ট্রেনটি বন্ধের নোটিশ জারি হল। এখন ভরসা কেবল ডিএমইউ। এর ফলে ফের চরম সমস্যায় সাধারণ মানুষ। দিন দিন বাড়ছে যাত্রীর চাপ। অথচ মাঝেমধ্যেই বন্ধ থাকছে ট্রেন। সমস্যায় যাত্রীরা। জানা গিয়েছে, সিগন্যালিং সমস্যার জন্য রেল এই সাতদিনের জন্য ট্রেনটি বন্ধ রেখেছে। রায়গঞ্জবাসী সমস্যার দ্রুত সমাধান করে ট্রেন সচলের দাবি জানিয়েছেন।

Latest article